Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত-টিপুকে যুবদল নেতা শাহেদের হুঁশিয়ারী

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

সাখাওয়াত-টিপুকে যুবদল  নেতা শাহেদের হুঁশিয়ারী

সাখাওয়াত-টিপুকে যুবদল নেতা শাহেদের হুঁশিয়ারী

Swapno

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে নিজেদের পদবীর মর্যাদা রেখে নমনীয় হয়ে বক্তব্যে দেওয়ার হুঁশিয়ারী দিলেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ। গত (১৮ অক্টোবর) মহানগর যুবদলের আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নব্য নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান। এ সময় তাকে খুশি করতে মঞ্চে থেকে অনুষ্ঠানের সঞ্চালক  যুবদলের সদস্য সচিব এই হুঁশিয়ারী বক্তব্যে দেন।  

হুঁশিয়ারী বক্তব্যে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ বলেন, গত ১-২ মাস যাবৎ নারায়ণগঞ্জে নমিনেশনের রাজনীতি শুরু হয়েছে, আমরা ইতিমধ্যে দেখিছি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাদের নেতা তাদের বিভিন্ন রকমের বক্তব্যে দিতে শুনেছি। ২০০১ সালের আগের রাজনীতি এবং ওয়ান এলিভেনের পরের রাজনীতি সম্পূর্ণ আলাদা। এখন ২০২৫ সালে নারায়ণগঞ্জের মাটিতে যদি ত্যাগ বলতে কোন শব্দ বা ৫জন ত্যাগী নেতা থেকে থাকে সেটার মধ্যে আমি একজন আবার আহ্বায়ক একজন। বিগত দিনে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থাকাকালীন ক্রাস ফায়ারের লিষ্টে আমার নাম ছিলো পরবর্তীতে মহানগর ছাত্রদলের সভাপতি হয়ে ওসমানীয় সম্রাজ্যের বিরোধীতা প্রকাশ্যে প্রতিবাদ করেছি।

তিনি মহানগর বিএনপির কিছু সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে বলেন, অনেকের মতো রাতের আধারে গিয়ে আতাঁত করিনি, আপনাদের মতো আমাদের অনেক ধরনের প্রোপোজ এসেছি। আমি কথা বাড়াতে চাই না। আমি শুধু বলতে চাই আপনারা আপনাদের পদ মর্যাদা, অবস্থান বুঝে কথা বলবেন। এখন আপনাদের নমনীয় ও ধৈয্যশীল থাকা প্রয়োজন। আপনারা কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন আপনাদের পদ মর্যাদা বজায় রেখে কথা বলুন। আর বর্তমানের রাজনীতিতে সকল কিছুর উর্ধ্বে উঠে আজকে আলোচনায় যে নাম তা হলো মাসুদুজ্জামান ভাই। আমরা সর্বদা মাসুদুজ্জামান ভাইয়ের পক্ষে আছি, মনোনয়ন পেলে ও আছি, না পেলে ও আছি।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন