Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন যেন পাকা কাঁঠাল

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির  মনোনয়ন যেন পাকা কাঁঠাল

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন যেন পাকা কাঁঠাল

Swapno

বাংলাদেশে বিএনপি একটি জননন্দিত রাজনৈতিক দল। স্বাধীনতার পর জন্ম নেয়া এ দলটি  স্বল্প সময়ের মধ্যেই জনগণের প্রত্যক্ষ ভোটে এ পর্যন্ত তিন তিনবার সরকার গঠন করেছে। সুষ্টু নির্বাচন হলে আগামীতেও এ দলের ক্ষমতারোহনের প্রবল সম্ভাবনা রয়েছে।

জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিস্থিতিতে দেশে আবারও একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছ’মাস পর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইতিমধ্যেই মাঠে বিএনপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীর গা গরম কর্মসূচী শুরু হয়ে গেছে। বিগত ’৯১ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি সুষ্ঠু ভোটে এ জেলার পাঁচটি আসনের পাঁচটিতেই জয়ী হয়েছিল। এ জেলার প্াঁচটি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৫ আসন। কারণ, এ আসনের মধ্যেই নারায়ণগঞ্জ শহর অবস্থিত। যেখানে রয়েছে. হাসপাতাল, জেলখানা, ডিসি অফিসসহ সকল সরকারী দফতর। সব জেলার রাজনীতিও এ আসন থেকেই আবর্তিত হয়। অন্যান্য আসনের মতো নারায়ণগঞ্জ-৫ আসনেও সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা শুরু হয়ে গেছে। রাজপথে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীর আবক্ষ ছবিসহ পোষ্টার ও ফেষ্টুন। উঠোন বৈঠক, লিফলেট বিতরণ এবং কর্মী-সমর্থক নিয়ে শোভাযাত্রাও শুরু হয়েছে।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন দখলে নিতে দু’জন ধনাঢ্য শিল্পপতির আবির্ভাব এবং তাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধে শিল্পপতিদ্বয় বোমা কামান বন্দুক নয়, টাকার বস্তাকে অস্ত্র বানিয়ে মাঠে নেমেছেন। এ দুনিয়ায় টাকা একটি মহার্ঘ্য বস্তু। মানুষের চরিত্র হননে টাকার মতো বস্তু শুধু আরেকটি আছে। কাঠাল ভাঙ্গলেই যেমন কাঠালের ম ম গন্ধে ভন ভন করে নীল রঙের একদল মাছি এসে হাজির হয়; তেমনি টাকার গন্ধে এ দু’শিল্পপতিদ্বয়ের আশপাশে এখন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাংবাদিকরাও ভন ভন শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একজন শিল্পপতি ইতিমধ্যে শীতলক্ষ্যা তীরের একটি বিশাল মাঠে পেন্ডেল টাঙ্গিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দশ হাজার লোককে পোলাও, কোর্মা ও ফিরনী সহযোগে ভূরিভোজে আপ্যায়িত করেছেন। হিন্দুভোট নিজের দিকে আনতে এবারের দুর্গা পূজায় দু’জন শিল্পপতিই মন্ডপে মন্ডপে ও মন্দিরে মন্দিরে দু’হাতে টাকা বিলিয়েছেন। একজন শিল্পপতি ২৫ হাজার টাকা করে ৮২টি মন্ডপ ও মন্দিরে ২০ লাখ ৫০ হাজার টাকা বিলিয়েছেন, দশমীর দিনে হিন্দু পূণ্যার্থীদের চিকেন বিনিয়ানীতে আপ্যায়নও করেছেন। তবে এত করেও কেউ হিন্দু ভোট নিশ্চিত করতে পারেননি। এ প্রতিবেদকের ঘণিষ্ঠ এক বন্ধুর কাছে জানতে চাইলে তিনি বলেন, “অন্তরের কথা শুধু হরি জানেন”। টাকার এ স্রোত থেকে মসজিদ-মাদ্রাসা এবং ঈমাম-মোয়াজ্জিনরাও বাদ পড়েননি। তারাও চিকেন বিরিয়ানীর ভ্গ পেয়েছেন।

শিল্পপতিদ্বয়ের টাকার কাছে বিএনপির রাজনীতি দেউলিয়া হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ পদাধিকারী নেতা এড. সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, আতাউর রহমান মুকুল ও মোফাখারুল ইসলাম মজনুসহ অনেক নেতাকর্মীকেও এ দু’শিল্পপতির পেছনে ঘুর ঘুর করতে দেখা গেছে। আত্ম প্রবঞ্চণার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন টিপু ও সাখাওয়াত খান স্বযং। “এমপি হিসেবে দেখতে চাই” তাদের এমন পোষ্টার ও ফেষ্টুন এখনও রাজপথে দৃশ্যমান

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন