মনোনয়ন প্রত্যাশা নিয়ে বিভক্ত বিএনপি

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

মনোনয়ন প্রত্যাশা নিয়ে বিভক্ত বিএনপি
জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ টি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়া নিজেদের মত করে মানুষের সামনে তাদের কাজ কর্ম তুলে দরছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে লড়াই জমে উঠেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থীরা মাঠে নেমে একদিকে ঐক্যের আহবান জানাচ্ছেন, আরেক দিকে কথার লড়াইয়ে করে একে অপরকে ঘায়েল করতে পিছপা হচ্ছে না। নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের মাঝে পাল্টা পাল্টি বক্তব্য নিয়ে সম্প্রতি উত্তেজনা তৈরী হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ জোরেসোরে মাঠে নেমে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে প্রার্থী হবেন বলে জানান দিয়েছেন। একই সাথে সদর বন্দরের প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শহরে শিল্পপতি হিসেবেও তার ব্যপক পরিচিত রয়েছে। এমপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামানের পক্ষে মহানগর বিএনপির একটি অংশ মাঠে নেমে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এমপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামানের পক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, আব্দুস সবুর সেন্টু সহ সাবেক বর্তমান নেতারা মাঠে নেমেছেন। এছাড়া তার সাথে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদ প্রকাশ্যে মাঠে নেমে কাজ করে যাচ্ছেন।
অপরদিকে সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বিএনপি থেকে মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন। সম্প্রতি তার সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন এবং সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুকে দেখা গেছে। যদিও তারা দুজনেই নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন চেয়েছে দল থেকে। তবে দুই শিল্পপতি মনোনয়ন প্রত্যাশীকে মহানগর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। তার মাঝে একে অপরকে ঘায়েল করতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না।
তথ্যমতে, গত ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে তারেক রহমানের পক্ষ থেকে শহর ও বন্দর এলাকার ৭০টি পূজামণ্ডপে ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এসময় মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের সার্বিক সহোযোগিতায় প্রত্যেকটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ অনুদান তুলে দেওয়া হয়। এসময় মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু সাথে ছিলেন। তাছাড়া সম্প্রতি মাসুদুজ্জামান এবং মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর দ্বন্ধ প্রকাশ্যে এসেছে। এতে করে দলের মাঝে কোন্দল তৈরী হয়েছে।
দলীয় তথ্যমতে, গতকাল একক সভায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করে বিজয় করতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য হলেও আমাদের এক হতে হবে। অথচ তারা আবার দলের নেতাকর্মীদের নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে, মাঠের প্রচারনায় এক হতে পারলেন না বিএনপি’র নেতৃবৃন্দ। দুই ভাগে বিভক্ত হয়ে প্রচারনার মাঠে তারা গ্রুপিং রাজনীতিতে ব্যস্ত রয়েছেন। ফলে দল শক্তি হারাচ্ছে বলে মনে করছেন রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ।