Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপি-যুবদল নেতার সৌজন্য স্বাক্ষাৎ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে

এমপি প্রার্থী বাবুলের প্রচেষ্টা

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

এমপি প্রার্থী বাবুলের প্রচেষ্টা

এমপি প্রার্থী বাবুলের প্রচেষ্টা

Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহম্মেদ বাবুলের সঙ্গে তাঁর মিশনপাড়ার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব ও জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি। ওই সময়ে নির্বাচন ও বিএনপির রাজনীতির চেইন অব কমান্ডসহ শীগ্রই নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল র‌্যালীসহ রাজনৈতিক নানান আলোচনা হয়। তা ছাড়া দ্রুত বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে দলের চেইন অব কমান্ড গঠনের পরিকল্পনা চালু হয়।


গতকাল (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুলের মিশনপাড়ার অফিসে দীর্ঘক্ষণ সেই আলোচনা হয়। এ সময় জেলা বিএনপি ও যুবদলেল নেতাকর্মীরা ছিলেন। বৈঠকে তারা নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কার্যক্রমসহ মূল দল বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর চেইন অব কমান্ড ঠিক রাখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


এ সময় জেলা বিএনপি ও জেলা যুবদলের নেতাদের সাথে সাক্ষাৎ শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “দলীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই বিএনপির আসল ভিত্তি।” তা ছাড়া আজকে যে আলোচনা হয় সেখানে সুষ্ঠ রাজনীতির আলোচনা হয়। তা ছাড়া অনেকেই দলের চেইন অব কমান্ড না মেনেই নানা কর্মকাণ্ড করছে সেগুলো এই আলোচনায় উঠে আসে। তা ছাড়া আজকে আমার অফিসে আমার সাথে যারা সাক্ষাৎ করতে এসেছে তারা সকলেই আমার জুনিয়র, কিন্তু রাজনৈতিক পদ-পদবী হিসেবে তারা আমার সিনিয়র সেই হিসেবে আমি তাদের পিছনে থেকে তাদের কমান্ড মেনেই রাজনৈতিক কর্মকাণ্ড করছি। তা ছাড়া ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সাথেও রাজনৈতিক নানা কর্মকাণ্ড পরিচালনার পূর্বে আলোচনা করে নেই।


তিনি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জে অনেকেই বিভিন্ন কর্মসূচিগুলো পালন করছে কিন্তু সেখানে সিনিয়র নেতাকর্মীদের কোন পারমিশন নেই, তা ছাড়া অনেক অঙ্গসংগঠন যেমন যুবদল দলীয় কর্মসূচির কথা বলে লোকবল এনে নব্য বিএনপি নেতাদের ফুল দিয়ে সমর্থণ দেওয়াচ্ছেন। যাকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনে চেইন অব কমান্ড শক্তিশালী করা অতন্ত জরুরী সেই বিষয়ে নানা আলোচনা হয়। সর্বশেষ দ্রুত জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুরুব্বি হিসেবে বাবুলকে সামনের সারিতে রেখে র‌্যালী করার পরিকল্পনার আলোচনা ও সেখান হয়।

 

সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জের রাজনীতিতে বর্তমানে কোন প্রকারের চেইন অব কমান্ড নেই। তা ছাড়া বর্তমানে বিএনপি নারায়ণগঞ্জের ৫টি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকায় যেখানেই যে সুবিধা পাচ্ছেন সেখানেই নিজের দল-বল নিয়ে বিক্রি হয়ে যাচ্ছেন। তা ছাড়া বর্তমানে আওয়ামী লীগ না থাকায় বড় দল হিসেবে মনোনয়ন যুদ্ধে নিজেরা নিজেরাই প্রতিদ্বন্দ্বীতাসহ করছেন যুদ্ধ, জড়াচ্ছেন অভ্যন্তরীন দ্বন্দ্বে। যাকে ঘিরে গত ৫ আগষ্টের পরবর্তীতেই ভেঙে গেছে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতির চেইন অব কমান্ড। যাকে ঘিরে বর্তমানে সবাই নেতা, সবাই সাংসদ সদস্য, সকলেই হাইকমান্ড।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন