আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন বাবুল-রাজীব

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন বাবুল-রাজীব
এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহম্মেদ বাবুল ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুল গত সপ্তাহে চাষাড়া নূর মসজিদে জুম্মার নামাজের পূর্বে নির্বাচনী ঘোষণা দিলেও প্রকাশ্যে মাঠে নামেনি। কিন্তু তার পক্ষে ইতিমধ্যে সদর-বন্দরে তার ছোট ভাই জহির আহম্মেদ সোহেলের নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও বাবুলের জন্য দোয়া চেয়ে নির্বাচনী গণসংযোগ করেন। কিন্তু গতকাল কদম রসূল দরগাহ শরীফে আছর নামাজ ও জিয়ারত শেষে বিশাল শোডাউন নিয়ে বন্দরের বিভিন্নস্থানে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট তারেক রহমানের হাতে তুলে দেন এবং ধানের শীর্ষের পক্ষে থাকতে জনগণকে উৎফুল্লহ করেন। একই সাথে বন্দরবাসীর সুখে-দুখে: পাশে থাকার আশ্বাস দেন আবু জাফর আহম্মেদ বাবুল। এদিকে নির্বাচনী প্রচারণার প্রথমেই বন্দর জুড়ে আবু জাফর আহম্মেদ বাবুলের জনপ্রিয়তার ব্যাপক চমক লক্ষ্য করা যায়।
একই সাথে গতকাল ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে আনুষ্ঠিকভাবে নির্বাচনী প্রচারণায় নামেন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এতোদিন নিজেকে প্রকাশ্যে আনেনি। নিশ্চুপ ভূমিকায় ছিলেন এই মাসুকুল ইসলাম রাজীব। কিন্তু গতকাল সর্ব প্রথম তারেক রহমানের ৩১ দফার লিফলেট নিজ হাতে শত শত নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভোটারদের দ্বারে দ্বারে যান নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব। বর্তমানে নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত দুইটি আসনে বাবুল ও রাজীবের শক্ত হাতে মাঠে নামা যেন দুই আসনেই নয়া সমীকরণ তৈরি করলেন। এদিকে কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মানোনয়ন প্রত্যাশীদের মাঝে পাল্টাপাল্টি বক্তব্যে এবং শিল্পপতি মাসুদুজ্জমানের বিগত দিনের সকল কর্মকাণ্ড তুলে ধরে প্রকাশ্যে বক্তব্যে রাখছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনোনয়ন প্রত্যাশী এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব ও মনোনয়ন প্রত্যাশী এড. আবু আল ইউসুফ খান টিপু। একই সাথে তাদের নিয়ে ও হুঁশিয়ারী বক্তব্যে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের পুরো নির্বাচনী মাঠ গরম করেছিলেন মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। এদিকে নিয়মিত সদর-বন্দর জুড়ে প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফার কর্মসূচিগুলোর বক্তব্যে মাসুদের বিগত ওসমান লিয়াজু কর্মকাণ্ড তুলে ধরছেন সাখাওয়াত-টিপু সব মিলিয়ে ৫ আসনের রাজনীতির মাঠ স্বগরম।
এদিকে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বাদ আছর বন্দরের নবীগঞ্জস্থ ঐতিহাসিক কদমরসুল দরগাহ শরীফ জিয়ারত ও নামাজ আদায় শেষে তিনি এ প্রচারণায় সর্ব প্রথম মাঠে নামেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুল। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান বাবুল। এছাড়াও আসন্ন নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের কাছে ধানের শীষে ভোট চান তিনি। এ সময় বন্দরবাসীর উদ্দেশ্য আবু জাফর আহাম্মদ বাবুল বলেন, আমি নির্বাচিত হলে বন্দর বাসীর দীর্ঘদিনের যত সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা করব। বন্দরবাসী দীর্ঘ দিনের সমস্যা পানি, গ্যাস ও চিকিৎসা সেবা বিষয়ে বেশী করে নজর দিব। সে সাথে আমি বেগম খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে নবীগঞ্জ ও হাজীগঞ্জ ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ছিলেন তা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
এদিকে গতকাল আনুষ্ঠানিকভাবে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল তিনটায় ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে ৭ ও ৮নং ওয়ার্ডের দোকানদার, পথচারী, রিক্সা চালকসহ জনগণের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি মাসুকুল ইসলাম রাজীব।
এ সময় প্রথম নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের উপর আস্থা রাখার জন্য জনগনকে উদ্বুত্ব করে তাদের দোরগোড়ায় আমাদেরকে পৌছাতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি ফের সচল হবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি মানবিক রাষ্ট্রে পরিনত হবে।’
তিনি আরো বলেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির সরকার সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করেছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনজনের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশে সকল নারীদের সকল ধরনের সুযোগ করবেন।
আগামী নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে নতুন করে দুই মনোনয়ন প্রত্যাশী প্রকাশ্যে মাঠে নামায় দুটি আসনেই নয়া সমীকরণের আশঙ্কা দেখা মিলছে।