Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু

ওসমান পরিবারের বিগত দিনের দালালরা এক হচ্ছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

ওসমান পরিবারের বিগত দিনের  দালালরা এক হচ্ছে

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ওসমান পরিবারের বিগত দিনের দালালরা এক হচ্ছে

Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর ভেরিফাইড করা ফেইসবুকে পোস্টের মাধ্যমে বলেন, বিকাল ৪ টায় একটি পোস্টে তিনি লিখেন-আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নাম ব্যবহার করে নারায়ণগঞ্জে ঘৃনিত নেতা আওয়ামী লীগ ও ওসমান পরিবারের বিগত দিনের দালালেরা এক হচ্ছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তা সমর্থন করেন কি ?

পরবর্তীতে তিনি সন্ধ্যা ৭ টায় তার ফেসবুকে আরেকটি পোস্টে বলেন, আওয়ামী লীগের ও ফ্যাসিস্টের দালাল এবং নারায়ণগঞ্জের গডফাদার ওসমান পরিবারের দালাল ও জয় বাংলা বলা কোন তথাকথিত মুক্তিযোদ্ধার সুপারিশ ও সমর্থনে এমপি মনোনয়ন পাওয়া দূরের কথা, জান্নাতে ও যেতে চাই না।

সর্বশেষ তিনি রাত ৮ টায় তিনি আরেকটি পোস্টের মাধ্যমে বলেন, যারা এমপি মনোনয়ন পাওয়ার পূর্বে এবং এমপি না হতেই নারায়ণগঞ্জের ঘৃনিত ওসমান পরিবারের দালালদের মঞ্চে বসিয়ে, যে গডফাদারের ভাষায় কথা বলে ও গডফাদার হতে চায়, নারায়ণগঞ্জের সাধারণ জনগণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা অত্যন্ত তা মেনে নিবে না।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে সভাপতিত্ব করেছেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটর আহ্বায়ক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। যিনি বিগত দিনে শামীম ওসমান এবং সেলিম ওসমানের সব থেকে কাছের আস্থাভাজন হিসেবে পরিচিতি ছিলেন বলে জানিয়েছে সূত্র।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন