Logo
Logo
×

রাজনীতি

‘সবুজ সংকেত’ পেতে মরিয়া প্রার্থীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

‘সবুজ সংকেত’ পেতে মরিয়া প্রার্থীরা

‘সবুজ সংকেত’ পেতে মরিয়া প্রার্থীরা

Swapno

নির্বাচনকে ঘিরে বিএনপিতে শুরু হয়েছে প্রার্থী যাচাই-বাছাই। চলতি মাসেই জাতীয় নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে সারা দেশের শত শত মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। ইতিমধ্যে প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও মনোনয়নের জন্য চূড়ান্ত করতে হাইকমান্ড দেখছে প্রত্যাশীদের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও জয়ের সম্ভাবনা তা ছাড়া যোগ্য ও জনগণের কাছে মুখ পরিচিত ব্যাক্তিই পাবে বিএনপির ধানের র্শীষ প্রতীকের মনোনয়ন। যাকে ঘিরে ইতিমধ্যে জোরালোভাবে মাঠে নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। সকলেই তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ মসজিদে মসজিদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থনা করছেন। একই সাথে নিজে প্রার্থী তা জনগণের কাছে প্রকাশ করছেন এবং ধানের র্শীষের পক্ষে থাকা আহ্বান করছেন নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির ২৮ জন মনোনয়ন প্রত্যাশী। যাদের মধ্য দিকে যাচাই-বাছাই ও বিবেচনা সাপেক্ষ একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দিবেন বিএনপির হাইকমান্ড। তা ছাড় ইতিমধ্যে সবুজ সংকেত পেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। সকলেই নিজেদের মনোনয়ন ফাইনাল করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ কেউ যাচ্ছেন কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের দ্বারে কেউ বা যাচ্ছেন লন্ডনে।


সূত্র বলছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। তফশিলের আগেই ৩০০ আসনের মধ্যে অতন্ত ত ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘সবুজ সংকেত’ দিতে চায় দলটি। বিএনপির তৃণমূল নেতাদের শঙ্কা, দ্রুত আসনভিত্তিক একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব গ্রুপিং বাড়তে পারে। নেতাদের মতে, বেশির ভাগ আসনে একাধিক প্রার্থী থাকায় নেতাকর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। এমন আসনও আছে, যেখানে বাবা-ছেলে এবং ভাই-বোন আলাদাভাবে গণসংযোগ করছেন। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জে এমন না হলে ও গুরু ও ওস্তাদ দুইজনই একটি আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমন বিষয়টি সচারা চর। এ অবস্থায় এখনই প্রতি আসনে একক প্রার্থী নির্বাচনী মাঠে নামাতে পারলে বিবাদ-গ্রুপিং এড়ানো যাবে। তাই যত দ্রুত দল থেকে একক প্রার্থীকে  ‘সবুজ সংকেত’ দেওয়া হবে, তৃণমূলের নেতাকর্মীরা ততই বেশি সুসংগঠিতভাবে নির্বাচনি মাঠে নামতে পারবেন।


ইতিমধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের ঘোষণা দিয়ে তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফা হাতে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল, শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনোনয়ন প্রত্যাশী এড. সাখায়াত হোসেন খান, আরেক মনোনয়ন প্রত্যাশী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সাবেক এমপি আবুল কালামের পক্ষে ছেলে আবুল কাউসার আশা অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে জনগণের হাতে তারেক রহমানের বার্তা পৌছে দিতে মাঠে কাজ করছেন, সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এরা সকলেই নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছেন। একই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৩১ দফার বার্তা পৌছে দিতে মাঠে কাজ করছেন সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক মন্ত্রী রেজাউল করিম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। একই সাথে নিয়মিত সোনারগাঁওয়ে একাধিক এলাকায় গিয়াস উদ্দিনের দুই ছেলে রিফাত ও সাদরিল জনগণের হাতে হাতে তারেক রহমানের বার্তা পৌছে দেওয়ার কাজ করছেন।


তাছাড়া নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এককভাবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির আগামী দিনে ক্ষমতায় এলে কি কি কাজ করবেন সেগুলো হাতে ধরে ধরে ভোটারদের বুঝাচ্ছেন। নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহম্মেদ টুটুল। নারায়ণগঞ্জের ৫টি আসনের এই প্রার্থীরা নিয়মিত মাঠ চষে বেড়াচ্ছেন, করছেন বিএনপির নামে প্রচারণা একই সাথে নিজেদের প্রার্থীতা নিজ এলাকার ভোটারদের কাছে জানান দিচ্ছেন। তা ছাড়া ইতিমধ্যে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ইসলামীদলগুলো। যাকে ঘিরে ইতিমধ্যে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫টি আসনেই ঘোষণা করেছেন একক প্রার্থী যাকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা সে দিক থেকে একক প্রার্থী না পাওয়ায় প্রচারণায় পিছয়ে রয়েছেন বিএনপি। একক প্রার্থী গ্রীন সিগন্যাল না পাওয়ায় প্রচার-প্রচারণায় কঠিনভাবে লাগাতার নামছে না দলটির নেতারা। ইতিমধ্যে নারায়ণগঞ্জের-৫টি আসনের মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণাসহ তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নে গরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ-৩ ও ৫ আসন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন