Logo
Logo
×

রাজনীতি

ময়লার ডাস্টবিনে পরিণত হচ্ছে বাবুরাইল লেক

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

ময়লার ডাস্টবিনে পরিণত হচ্ছে বাবুরাইল লেক

ময়লার ডাস্টবিনে পরিণত হচ্ছে বাবুরাইল লেক

Swapno

নারায়ণগঞ্জ নগরীর দৃষ্টিনন্দন পার্ক বাবুরাইল খালের অংশবিশেষ ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে নোংরা করা হচ্ছে। যা খালের সৌন্দর্যহানি করছে এবং সাথে বাড়ছে পরিবেশ দূষণ। বছরখানিক আগেও খালটি পরিষ্কার করা হলেও পরবর্তিতে কোনো পরিষ্কারের নাম গন্ধ দেখা যায়নি। বছর না ঘুরতেই যেন আবারও সেই একই অবস্থায়, অবহেলিত লেকটি ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। আশেপাশের গৃহস্থালি ও ফাস্টফুড দোকানের ময়লা আবর্জনায় ভরপুর গয়ে গেছে খালটি। যার কারনে দূষিত হচ্ছে পরিবেশ পাশাপাশি মশারও প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে জায়গাটি। এ যেন দেখার কেউ নেই।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১নং বাবুরাইল ব্রিজ থেকে বাংলাবাজার পর্য্ন্ত অবহেলার কারনে ডাস্টবিনে পরিনত হচ্ছে লেকটি। সৌন্দর্যবর্ধন বাবুরাইল খালটির অধিকাংশ জায়গাই ময়লা-আবর্জনায় ভরপুর। দেখা যায়, বাবুরাইল খাল থেকে বাংলাবাজার এলাকা পর্যন্ত জমে আছে কচুরিপানা ও ময়লার স্থুপ। বোতল, কলাপাতা, বস্তা ও পলিথিন ব্যাগ, ফাস্টফুডের ময়লা, গৃহস্থালির ময়লা আর কত কী সেখানে, তার ঊপর উরোউরি করছে মশা-মাছি। জানা যায় সেখানে রাতে অনেক বাসিন্দারাই চুপিসরে লেকের পানিতে ময়লা-আবর্জনা ফেলে যান।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন দরে খালটিতে ময়লা-আবর্জনা জমে থাকার কারনে মশা-মাছির উপদ্রব বেড়েছে। সিটি কর্পোরেশন থেকেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত নোংরা করা হচ্ছে এ লেকটি, নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকার কারনে এ সমস্যা আরো দ্রুত বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, বেশিরভাগ ফাস্টফুডের খাবার, প্লাস্টিক ও আবর্জনা লেকটাকে আরো দূষিত করছে। আর এখন বখাটে ছেলেদের আড্ডাও অনেকটাই বেড়েছে এখানে। এতো সুন্দর করে তৈরি করা লেকটি নষ্ট হচ্ছে এগুলো দেখার কেউ নেই, নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ।


এলাকার বাসিন্দা ইভা বেগম বলেন, এখানে এলাকার বাসিন্দাদেরও ভুল আছে কিছুটা এবং কর্তিপক্ষের উদাসীনতার কারনে আজ এমন পরিস্থিতি। এর দ্রুত সমাধান চাচ্ছি কর্তিপক্ষের কাছে।


এবিষয়ে জিজ্ঞাসাবোদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তঅ মোহাম্মদ জাকির হোসেন  কে একাধিক বার মুঠোফোনে কল করার চেষ্টা করা হলেও ফোনটি রিসিভ করেননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন