জোট-সীমানা পরিবর্তনের প্রভাব বিএনপির মনোনয়নে

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

জোট-সীমানা পরিবর্তনের প্রভাব বিএনপির মনোনয়নে
নারায়ণগঞ্জের তিনটি আসনে সীমানা পরিবর্তন এবং জোটের প্রার্থীদের আলোচনার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক ভাবে প্রভাব পড়েছে। যার ফলে ইতিমধ্যের গুটি কয়েক প্রার্থী নারায়ণগঞ্জ-৩,৪ আসন দুটি আসনেই মনোনয়ন প্রত্যাশা করছেন। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনটি সোনারগাঁ এলাকা নিয়ে থাকায় সীমানা পরিবর্তন হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সম্পৃক্ত হওয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশা করা প্রার্থীরাও সোনারগাঁয়ে দৌড়ঝাঁপ করছেন। কারণ সিদ্ধিরগঞ্জ এলাকাটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাথে যুক্ত ছিল। অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁ উপজেলা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পরিচিতি অর্জনে দৌড়ঝাঁপ করছেন।
সূত্র জানিয়েছে,সীমানা পরিবর্তনের পর থেকেই নারায়ণগঞ্জ-৩,৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক ভাবে প্রভাব পড়ে। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থীকে ছাড়া দেয়া হতে পারে এমন শঙ্কায় অধিকাংশ প্রার্থীই নারায়ণগঞ্জ-৩,৪ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। এদিকে দুটি আসনেই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন । তবে সীমানা পরিবর্তনের পরও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বলে দাবি করেন অধ্যাপক মামুন মাহমুদ।
কিন্তু সম্প্রতি তার সমর্থকরা নারায়ণগঞ্জ-৩ আসনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে দাবি করছেন। এদিকে সীমানা পরিবর্তনের পর নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁয়ে অপর এক মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানকে এক সুকৌশল বক্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়ে সিদ্ধিরগঞ্জে প্রচারণায় আসলে তিনি সহযোগীতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু সেই তিনিই মাস না ঘুড়তেই নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এদিকে মামুন মাহমুদের বক্তব্যের সিগন্যালের পরই সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদ বলয়ের নেতাদের সমন্বয়ে সিদ্ধিরগঞ্জে নয়া বলয় প্রতিষ্ঠায় দৌড়ঝাঁপ করে এক প্রকার বলয় সৃষ্টির লক্ষ্যে সফলও হয়েছেন এই মুহুর্তে মামুন মাহমুদের নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচনের ইঙ্গিতে মান্নান বলয়সহ সিদ্ধিরগঞ্জের মামুন বলয়ের অনেক সমর্থকরা বিব্রত হয়েছে। এদিকে মান্নান সমর্থক ব্যতীত সিদ্ধিরগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশী এবং তার সমর্থকরা প্রচারণায়ও আসতে পারেনি। এদিকে নারায়ণগঞ্জ-৩,৪ আসনে মনোনয়ন প্রত্যাশা করা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ এলাকায় পুরো দস্তরে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।