Logo
Logo
×

রাজনীতি

এবার মান্নানের ডেরায় হানা দিতে না.গঞ্জ-৩ আসনে মামুন মাহমুদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

এবার মান্নানের ডেরায় হানা দিতে  না.গঞ্জ-৩ আসনে মামুন মাহমুদ

এবার মান্নানের ডেরায় হানা দিতে না.গঞ্জ-৩ আসনে মামুন মাহমুদ

Swapno

নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্বিন্যাসের পর আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জটিল সমীকরণ সৃষ্ট হয়। এরমধ্যে জটিল সমীকরণ সৃষ্ট হয় নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ভৌগলিক কারণে একই মতাদর্শের বিএনপির সমর্থিত মনোনয়ন প্রত্যাশীদের একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে উঠার অবস্থা সৃষ্ট হয়ে এরমধ্যে সর্বত্র আলোচিত ছিল সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের একই আসনে নির্বাচন করা বা মনোনয়ন প্রত্যাশা নিয়ে জটিল সমীকরণের অবসান ঘটায় খোদ মামুন মাহমুদ মান্নানের ডেরায় সুকৌশলে এক মতবিনিময় সভার আয়োজন করে নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশা নিয়ে এক প্রকার আত্মসমর্পণ করে জানিয়ে আসে তিনি কোথায় নির্বাচন করবেন জানেন না।

নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ-৪ আসনেই মনোনয়ন প্রত্যাশা করবেন। তিনি সেসময় মান্নান বলয়ের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের বাসিন্দা হয়েও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী বা নির্বাচন করছেন না এটা নিশ্চিত করতে তিনি এটাও বলে ফেলেন যদি মান্নান ভাইকে নমিনেশন দেয় সিদ্বিরগঞ্জে আমি প্রথম সমাবেশ করতে সহযোগিতা করবো। মামুন মাহমুদের এমন বক্তব্যের পরই মান্নান বলয় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মামুন বলয়ে থাকা এবং অপর মনোনয়ন প্রত্যাশী গিয়াসউদ্দিন বিরোধী বিএনপি সমর্থিত নেতাদের টার্গেট করে সিদ্ধিরগঞ্জে নয়া বলয় সৃষ্টের লক্ষ্যে কাজ করেন। এরমধ্যেই হঠাৎ আচমকা নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন মাহমুদ এমনটা মামুন বলয় থেকে প্রচারিত হওয়ার পরই বৃহৎ ধাক্কা খায় মান্নান বলয়ের নেতারা।

সূত্র বলছে, গতকাল ৮ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে মনোনয়ন প্রত্যাশী এমনটা তার সমর্থকদের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। তবে মামুন মাহমুদ এই বিষয়ে এখনো কোন প্রকার মন্তব্য না করলেও সূত্র নিশ্চিত করছে যে মামুন মাহমুদ তার সমর্থকদের সাথে ইতিমধ্যেই গোপন বৈঠক সম্পন্ন করেই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার পক্ষে গণসংযোগে অংশ নিতে যোগাযোগ করছেন। এর মাধ্যমে স্পষ্ট ভাবেই বুঝা যাচ্ছে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানকে সমর্থনের মত ইঙ্গিত প্রকাশ করলেও মাস না ঘুড়তেই সেই মান্নানের রাজনৈতিক ডেরা সোনারগাঁয়ে হানা দিতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এদিকে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্বিন্যাসের পর নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) একীভূত হয়ে যাওয়ায় সোনারগাঁয়ে বিএনপির একক নিয়ন্ত্রক দাবি করা মান্নানের মনোনয়ন প্রত্যাশা এবং রাজনৈতিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দেয়। সেই সময় বিভিন্ন ভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদকে ম্যানেজ করে গত ১৫ সেপ্টেম্বর মান্নানের বাসভবনে ভুড়িভোজের আয়োজন করে মত বিনিময়ের প্রোগ্রাম করেন মান্নান সেই মত বিনিময় সভায় মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন, মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বক্তব্যে বলেন, সোনারগাঁ থেকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে; আপনি কি নারায়ণগঞ্জ-৩ এ নির্বাচন করবেন? আমি বলছি জানি না। আমি তো নারায়ণগঞ্জ-৪ এ আছি, ৪ এ থাকবো। তাড়াহুড়োর কিছু নাই, যদি মান্নান ভাইকে নমিনেশন দেয় সিদ্বিরগঞ্জে আমি প্রথম সমাবেশ করতে সহযোগিতা করবো। আমি এমপি হতে আসি নাই। আমি চাই মান্নান ভাইও এমপি হোক। আপনারা মান্নান ভাইয়ের সাথে কাজ করেছেন এখনো করবেন।

অন্য যারা প্রার্থীও আছে তাদের নেতাকর্মীকে এক টেবিলে ডাকবেন। এই বক্তব্যের পর মান্নান বলয়ে স্বস্তি ফিরে আসে। মান্নান বলয় নিশ্চিত হোন নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন না মামুন মাহমুদ। সেই সাথে তড়িগড়ি করে সিদ্ধিরগঞ্জে মান্নানের রাজনৈতিক প্রতিনিধি দল প্রবেশ করে সিদ্ধিরগঞ্জে মামুন বলয়ের নেতা এবং সিদ্ধিরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের অপর প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরোধী নেতাদের টার্গেট করে তাদের সমন্বয়ে সিদ্ধিরগঞ্জ নয়া বলয়ের সৃষ্টের লক্ষ্যে কাজ করেন। এরমধ্যেই নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে মামুন মাহমুদ মনোনয়ন প্রত্যাশী এমন প্রচার করা হচ্ছে মামুন বলয় থেকে এমন সংবাদের পরই এক প্রকার হতাশ হয়ে যান। তারাও মান্নানের পক্ষে পাল্টা পোস্ট করতে থাকেন। অর্থাৎ এবার বুঝাই যাচ্ছে সোনারগাঁয়ে মান্নান বলয়ে হানা দিতে যাচ্ছেন মামুন মাহমুদ। যেটা সীমানা পরিবর্তনের পরই আশঙ্কা করেছিল সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা।  


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন