Logo
Logo
×

রাজনীতি

শহরে নির্মিত হচ্ছে এনসিপির কার্যালয় এখনো উদ্যোগ নেই বিএনপির

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

শহরে নির্মিত হচ্ছে এনসিপির কার্যালয়  এখনো উদ্যোগ নেই বিএনপির

শহরে নির্মিত হচ্ছে এনসিপির কার্যালয় এখনো উদ্যোগ নেই বিএনপির

Swapno

নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বর্তমানে রাজনৈতিক ভাবে সক্রিয় দলগুলোর নিজস্ব কার্যালয় থাকলেও দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিকদল বিএনপির কার্যালয় নেই। এদিকে কার্যালয় বিহীন নতুন দল এনসিপিও তাদের নিজস্ব কার্যালয় স্থাপন করছেন। কিন্তু একটা সময় বিএনপির কার্যালয় থাকলেও ভবন নির্মাণের কারণে সেই কার্যালয় ভাঙা পড়লেও সেখানেই তাদের দলীয় কার্যালয় পুনরায় ফিরিয়ে দেবার কথা থাকলেও আওয়ামীলীগ শাসন আমল শেষ হলে বিএনপির কার্যালয় জেলা ও মহানগরের এখনো মাথা তুলে দাড়াতে পাড়েনি। সেই সাথে পূর্বের কার্যালয়টি পুনঃরুদ্ধারেও কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে বর্তমান নেতৃত্বে থাকা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

সূত্র মতে, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি কার্যালয় ভেঙে দেয়া হয়। কিন্তু ২০১৩ সাল থেকেই এই ভবনটি ভেঙে বহুতল ভবনের বার্তা দেন সিটি করপোরেশন। তবে ১৯৯৭ সাল থেকেই এই ভবনটি ভেঙে বহুতল  ভবনের জন্য প্রচেষ্টা চালিয়ে ছিলেন তৎকালীন পৌরসভা। এদিকে এই ভবন রক্ষায় বিএনপির সাথে সিটি করপোরেশনের মামলা চলামান থাকলেও ২০১৭ সালের ৩০ জানুয়ারি এই মামলা খারিজ করে দেয়া হয়। এদিকে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামীলীগের সরবকারের পতন ঘটলে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে জামায়াত ইসলামও তাদের নিজস্ব কার্যালয় করেন শহরের মিশন পাড়ায়। এদিকে এখনো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির স্থায়ী কার্যালয় চূড়ান্ত হয়নি।

তাছাড়া পূর্বের কার্যালয় পুনঃরুদ্ধার এবং নয়া কার্যালয় স্থাপনেও নেই বর্তমান জেলা ও মহানগর বিএনপি নেতাদের মাথা ব্যাথা। নারায়ণগঞ্জ শহরে জেলা ও মহানগরের বামদলগুলোর অফিস রয়েছে। অপরদিকে শিবু মার্কেট এলাকায়  জেলা ও মহানগর ইসলামী আন্দোলনেরও কার্যালয় রয়েছে। পতীত আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয়ের অস্তিত্ব হারালেও এখনও ভবনটি রয়েছ্ েএদিকে নতুন রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে এনসিপি যাদের এখনোও প্রতীকও চূড়ান্ত হয়নি সেই দলের দলীয় কার্যালয় নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। নগরের অন্যতম ব্যস্ততম এলাকা চাষাড়ার নূর মসজিদ প্রেস ক্লাব ভবনের অপজিট প্রান্তের বহুতল ভবন নিউ সমাবায় মার্কেটের ১০ম তালায় এনসিপির কার্যালয় নির্মিত হচ্ছে। শীঘ্রই উদ্বোধনের মধ্য দিয়ে জেলা ও মহানগর এনসিপির রাজনৈতিক কার্যক্রম এইখান শুরু হবে। অথচ, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির দলীয় নেতৃত্বে থাকা মনোনয়ন প্রত্যাশী এবং ব্যবসায়ী মহলে থাকা মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি থাকলেও জেলা ও মহানগর বিএনপির একটি কার্যালয় নিয়ে ভাবছে না। এদিকে শহর এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির বিত্তশালী দুই শিল্পপতি প্রার্থী আবু জাফর বাবুল এবং মাসুদুজ্জামান নিজেদের অবস্থান জানান দিতে বিভিন্ন ভাবে অর্থের ছড়াছড়ি করে বিশাল শোডাউন, সভা সমাবেশ এবং তাদের বিলাশ বহুল নির্বাচনী কার্যালয় প্রতিস্থাপন করে ফেললেও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় বিহীন, সেটা নিয়ে এখনো তারা ভাবছেন না।  


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন