Logo
Logo
×

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীতে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

স্বতন্ত্র প্রার্থীতে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

স্বতন্ত্র প্রার্থীতে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

Swapno

এয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে রয়েছে বাধা এমতা অবস্থায় নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ- ৫ (সদরে) সংসদ সদস্য নির্বাচনে অভিনব খেলায় অবতীর্ণ হতে পারেন ভিন্ন ছোট দলের প্রার্থী ও নিজ দলীয় বিদ্রোহীরা। এদিকে বর্তমানে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে তুমুল দ্বন্দ্ব ও বিভক্তি কেউ বর্তমানে কাউকে মাঠে ছাড় দিতে রাজি নয়। যাকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী হয়ে ও বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে  ক্ষোভ ও আক্রোশে কন্ট্রোল হারিয়ে দলীয় সংবিধানের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আভাস রয়েছে অনেকের। সাম্প্রতিক কালে নারায়ণগঞ্জে বিএনপি'র চেইন অব কমান্ড না থাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে বিভক্তি ও বিদ্বেষ তীব্র আকার ধারন করেছে অভিযোগ বিভিন্ন সূত্রের।

এদিকে মনোনয়ন প্রত্যাশীর তালিকা দীর্ঘ হলেও উল্লেখযোগ্যদের মধ্যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ ৪ আসনে দৃশ্যমান প্রচারনায় এগিয়ে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন আহমদ। মনোনয়ন দৌড়ে থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন বিএনপি জেলা কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও ২০০৮ সালে ফতুল্লা আসন থেকে সারাহ বেগম কবরীর সঙ্গে বিএনপি প্রার্থী হিসেবে মাত্র ২ হাজার ১০০ ভোটে পরাজিত শিল্পপতি মোহাম্মদ শাহ আলম। এর বাহিরেও আরো অনেকেই যোগ্য-অযোগ্যরা নির্বাচনের নামে আলোচনায় আসতে করছেন প্রচার প্রচারনা। কিন্তু বর্তমানে এই আসনে শিল্পপতি মোহাম্মদ শাহ আলমের স্বতন্ত্র নির্বাচনের আভাস রয়েছে। তা ছাড়া বাকি যোগ্য ও অযোগ্য বহু প্রার্থীরা নির্বাচনে ড্যামী প্রার্থী বা অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এমন আভাস ফতুল্লা জুড়ে চাউর উঠছে। তা ছাড়া যদি সকলকে সাইড লাইনে ফেলে জমিয়তে ইসলামীর সাথে জোট করে মনির হোসেন কাসেমীকে বিএনপি সমর্থন করে সেই ক্ষেত্রে ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র হয়ে নির্বাচনে থাকবেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসন বর্তমানে গত ৩ মাস যাবৎ মূল আলোচনায় রয়েছে। এই আসনে দুই শিল্পপতির সাথে মহানগর বিএনপির প্রধান দুইজনসহ সাবেক সংসদ সদস্য বর্ষীয়াণ নেতা এবং জেলা বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক মনোনয়ন যুদ্ধে রয়েছে। কিন্তু বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে প্রকাশ্যে আওয়ামী লীগের দোসরসহ তার বিরুদ্ধে তথ্য প্রমানসহ বিভিন্ন পোগ্রামে বক্তব্য রাখছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এরা দুইজন এই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন। বর্তমানে একে অপরের বিরুদ্ধে লাগাতার বক্তব্যে দিয়ে নারায়গঞ্জের রাজনৈতিক মাঠ স্বগরম করে তুলেছেন। এদের মধ্যে চলমান রয়েছে স্নায়ুযুদ্ধ, বাকবিতন্ডার মাত্রা হালে টক অব দি নারায়ণগঞ্জে পরিণত হয়েছে। ফলে,পরিবেশ ক্রমেই অস্থিতিশীলতার দিকে গড়াচ্ছে বলে আশংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে,ব্যতিক্রম বিএনপির বর্ষীয়ান সহযোদ্ধা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। জন্মলগ্ন থেকে দলের জন্য অসামান্য অবদান রাখা, প্রচার বিমুখ এই বাবুল খুব ধীরে এগুচ্ছে বলে প্রতিয়মান রয়েছে। তা ছাড়া এই আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ সদস্য আবুল কালাম কচ্ছপের মতো কাজ করছে কোন দিকেই নেই তিনি। তা ছাড়া বর্তমানে আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল রাজীব বর্তমানে নিশ্চুপ ভূমিকা পালন করছে। কিন্তু সাখাওয়াত-টিপু এবং মডেল মাসুদের বাকযুদ্ধ নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনকে ব্যাপক আলোচনায় তুলেছেন। তা ছাড়া বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে মাঠে কাজ করছেন শিল্পপতি বাবুল ও মাসুদ আর অন্যদিকে নির্বাচনের পূর্বে দলকে শক্তি করতে ওয়ার্ড-ইউনিয়নে গিয়ে গিয়ে কর্মী সভায় ব্যস্ত সময় পার করছেন এড. সাখাওয়াত ও এড. টিপু। এর পাশাপাশি এরা দুইজন নিজেদের নির্বাচনী ও প্রচারনা ও করছেন। কিন্তু আগামী নির্বাচনকে ঘিরে এই আসনে যে ধরনের স্নায়ুযুদ্ধ ও বাকবিতন্ডায় এই আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। তা ছাড়া এর মাধ্যমে গভীর হচ্ছে দ্বন্দ্ব রয়েছে তা ছাড়া এই আসনে ব্যাপক হেভিওয়েট প্রার্থী থাকায় যাকে ঘিরে আগামী নির্বাচনে মনোনয়ন না পেয়ে এই আসনে অনেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকতে পারে বলছে অনেকেই।  

উল্লেখ্য, ৫ আগষ্টের পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডের ভোটারদের ভোটে নির্বাচিত হতেন ৫ আসনের সংসদ সদস্য। ৫ আগষ্টের পর নির্বাচন কমিশন ১০ টি ওয়ার্ড কেটে আলাদা করে সোনারগাঁও ও পশ্চিমে ফতুল্লার আসনের সাথে যুক্ত করায় ঘটনা কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশের সংকেত কি না সময়ই বলে দেবে। বর্তমানে বন্দরের ৯ টি ওয়ার্ড ও শীতলক্ষার পশ্চিম পাড়ে ৮ টি ওয়ার্ড মিলিয়ে মোট ১৭ টি ওয়ার্ডের ভোটাররাই নির্ধারণ করবেন, কে হবেন ৫ সংসদীয় আসনের ভবিষ্যৎ সংসদ সদস্য? তা ছাড়া এই আসনে শারদীয় দূর্গোৎসবে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা সর্বশেষ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিটি পূজা মন্ডবে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দৃশ্যমান প্রতিযোগিতা মনোভাব এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তাৎপর্যকে আরো বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তা ছাড়া হিন্দু সম্প্রদায়ের পাশে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু সর্বদা তাদের পাশে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডাল হয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই আসনে কে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে সেই জরিপ ইতিমধ্যে চলমান রয়েছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন