নির্বাচন করার ঘোষণা দিলেন শিল্পপতি বাবুল

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

জনদাবির প্রেক্ষিতে অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, প্রাইম
জনদাবির প্রেক্ষিতে অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, প্রাইম গ্রæপের চয়ারম্যান এবং মিশনপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আবু জাফর আহমেদ বাবুল। গতকাল সন্ধ্যার পর মিশনপাড়া নিজ কার্যালয়ে আয়োজিত এক বৈঠক ও দোয়া মাহফিলে মিশনপাড়া, আমলাপাড়া ও ডন চেম্বার এলাকার শতশত সাধারণ মানুষ, প্রবীণ, তরুণ, শিক্ষিত শ্রেণি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তির সামনে তিনি এই ঘোষণা দেন। বৈঠকের শুরুতে এলাকার নানান সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার জনগণ প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত।
তাই তারা এমন একজন নেতাকে চান যিনি শুধু প্রতিশ্রæতি নয়, বাস্তবিকভাবে মানুষের পাশে দাঁড়াবেন। আলোচনার একপর্যায়ে উপস্থিত সকলে একযোগে আবেগঘন আবদার করে বসেন—“আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবু জাফর আহমেদ বাবুলকে অবশ্যই প্রার্থী হতে হবে।” তাদের মতে, বাবুলের মতো যোগ্য, পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন এবং সৎ ব্যক্তিত্বের বিকল্প এই আসনে আর কেউ নেই। তিনি শুধু একজন সফল উদ্যোক্তা নন, বরং একজন মানবিক সমাজসেবক, যিনি সর্বদা মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। জনতার একতরফা এই দাবির মুখে আবেগাপ্লুত হয়ে পড়েন আবু জাফর আহমেদ বাবুল। তিনি বলেন, “আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের দাবি আমি কোনোদিনই অগ্রাহ্য করতে পারি না। আপনারা যেহেতু আমাকে প্রার্থী দেখতে চান, আমি আপনাদের কথাই মেনে নিলাম। নির্বাচনের মাঠে নামার জন্য আমি প্রস্তুত।” এই ঘোষণার পর মুহুর্তেই পরিবেশে উৎসবমুখর আমেজ ছড়িয়ে পড়ে। উপস্থিত সবাই করতালি আর ¯েøাগানে প্রকম্পিত করে তোলে মিশনপাড়া-আমলাপাড়া এলাকা। অনেকেই জানান, “বাবুলকে মনোনয়ন দেওয়া হলে অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল ভোটে তাকে বিজয়ী করা হবে।”
বক্তারা আরও বলেন, বাবুল সাংসদ হলে নারায়ণগঞ্জ-৫ আসন আধুনিক নগরায়ণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সারাদেশে একটি রোল মডেল হয়ে দাঁড়াবে। তার স্বচ্ছ ভাবম‚র্তি, মানবিক উদ্যোগ এবং সাংগঠনিক দক্ষতা জনগণের আস্থা অর্জনে যথেষ্ট। অনুষ্ঠানের শেষাংশে আবু জাফর আহমেদ বাবুল তার প্রয়াত স্বজনসহ এলাকার সকল মৃত আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেন। এসময় দেশ, জাতি এবং ভবিষ্যতের মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন আসন্ন নির্বাচনে জনগণের প্রার্থী হয়ে আবু জাফর আহমেদ বাবুল মাঠে নামলে নারায়ণগঞ্জ-৫ আসন এক নতুন রাজনৈতিক ইতিহাসের সূচনা করবে।