Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন দ্ব›েদ্ব ফের উত্তেজনা

মাসুদকে সাখাওয়াত-টিপুর কড়া হুঁশিয়ারী

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

মাসুদকে সাখাওয়াত-টিপুর  কড়া হুঁশিয়ারী

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন দ্ব›েদ্ব ফের উত্তেজনা মাসুদকে সাখাওয়াত-টিপুর কড়া হুঁশিয়ারী

Swapno

আগামী বছরের ফেব্রæয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫টি আসনে ইসলামীদলগুলো মনোনয়ন চ‚ড়ান্ত করে প্রার্থী ঘোষণা করলে ও দেশের বৃহত্তম দল জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের ৩ মাস বাকি থাকলেও মনোনয়ন ঘোষণা না করায় নিজ দলে তৈরি হচ্ছে অভ্যন্তরীন কোন্দল ও বিভক্তি। ইতিমধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসন জুড়ে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও আলোচনা-সমালোচনায় রয়েছে নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় চলতি বছরের ঈদুল আযহার পর থেকেই একে অপরকে টার্গেট করে একের পর এক পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই আসনটির রাজনীতিতে।


এই বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন শিল্পপতি নতুন বিএনপিতে ঢুকেই টাকার উপরে ভর করে মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিজ পকেটে রেখে বিভিন্ন্ প্রভাবে বনে গেছেন বিএনপির নতুন সদস্য। তা ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েই বিএনপির রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের হুঁিশয়ারী দিয়ে এই মাসুদুজ্জামান বলেছিলেন, আমি মেইড ইন নারায়ণগঞ্জ, আমার শিকর বহু গভীরে। একই সাথে তার এমন বক্তব্যের পাল্টাপাল্টি বক্তব্যে মহানগর বিএনপির আহŸায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এড. সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বলেছিলেন, আপনি মেইড ইন আওয়ামী লীগ। এর পর থেকেই বিভিন্ন পোগ্রামে নারায়ণঞ্জ-৫ আসনে বিএনপির ৩জন  মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত -টিপু ও অন্যদিকে মাসুদুজ্জান একে অপরকে উদ্দেশ্য এবং টার্গেট করে পাল্টাপাল্টি বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীদের দ্ব›েদ্ব উত্তেজনা লক্ষ্য করা যায়। সর্বশেষ গত (২২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকায় বিএনপির পার্টি অফিসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর হাত থেকে বিএনপির সদস্য ফ্রম পূরণ করে নয়া সদস্য হলে সেখানে মাসুদুজ্জামানের হাত থেকে ফুলেল তোড়া নিতে সরাসরি স্বীকার করেন এড. আবু আল ইউসুফ খান টিপু পরবর্তীতে চাপে পরে তার থেকে গোমড়া মুখে ফুলেল তোড়া নেন। কিন্তু গত কয়েকদিন যাবৎ শহেরর বিভিন্ন দূর্গাপূজা মন্ডব পরিদর্শনে এসে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে নানান রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে কড়া হুঁশিয়ারী দিয়েছেন মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তারা দুইজনই নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকায় রয়েছেন। গতকাল (৩০) সেপ্টেম্বর (রোববার) রাতে বন্দর ঢাকাশরী মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনকালে এক বক্তব্যে তারা মাসুদুজ্জামানকে উদ্দেশ্য করে নানান কড়া বার্তা দেন।



মাসুদুজ্জামানকে উদ্দেশ্য করে মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের বিএনপিতে একজন শিল্পপতি গত (২২ সেপ্টেম্বর) ২০ টাকা দিয়ে নতুন সদস্য ফ্রম পূরন করেছেন সারা বাংলাদেশে এমন ৫ কোটি লোক এমন নতুন সদস্য ফ্রম ক্রয় করবেন। ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলা ও মহনগরীতে কয়েক লাখ লোক নতুন সদস্য ফ্রম কিনে বিএনপির সদস্য হয়েছেন। কিন্তু গত ২২ তারিখে সেই শিল্পপতি সদস্য হয়ে নারায়ণগঞ্জের মালিক বনে গিয়েছেন। তিনি এখন যারা দলের জন্য যারা মাসের পর মাস জেল খেটেছে, আওয়ামী লীগের নির্যাতনসহ শত শত মামলা খেয়ে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়িয়েছে গত ১৫ বছর মিছিল মিটিংয়ে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে উপস্থিত ছিলো গতকাল এসেই আজকে তাদের বিরুদ্ধে কথা বলবেন এটা কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না, সুতরাং সাবধান হয়ে যান।
তিনি বলেন, আমরা আপনার উপরে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলাম আপনি যদি সহযোগীতার হাতকে দুর্বলতা মনে করেন তাহলে সেটার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। দলের চেইন অব কমান্ড মেনে চলুন। তা না হলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু নতুন সদস্য মডেল মাসুদকে হুশিয়ার দিয়ে বলেছেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে সমীচীন নয়, তারপরও বলতে চাই নারায়ণগঞ্জ বিএনপিতে যারা নতুন এসেছেন, বিশেষ করে কয়েকজন শিল্পপতি, তারা যেন দলের গঠনতন্ত্র ও চেইন অব কমান্ড মেনে কাজ করেন। কিন্তু মাত্র কয়েকদিন আগে যোগদান করেই আপনি দলের ব্যানার ব্যবহার করে পাল্টা কাজ করছেন। আপনার আশপাশে রয়েছেন ওসমান পরিবারের দোসররা, যারা দল থেকে বহিষ্কৃত। আন্দোলন-সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, বরং তারা কর্মীদের ভয় দেখাতেন।
তিনি আরো বলেন, আজ আপনি পূজা মন্ডবে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং বলছেন দলে বিভক্তি করবেন না। অথচ বিভক্তি তো আপনিই করছেন। আপনাকে এ দায়িত্ব কে দিয়েছে? তারেক রহমান কি দিয়েছেন? দলের নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও আপনি তা করেননি। আপনি যদি চেইন অব কমান্ড ভেঙে দলকে বিভক্ত করার চেষ্টা করেন, তবে বিগত বছরগুলোতে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা কিন্তু কোনোভাবেই ছাড় দেবেন না। আমরা তিল তিল করে এই দলকে দাঁড় করিয়েছি। আপনার শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা যেমন আপনার, তেমনি বিএনপি আমাদের ঘাম ও রক্তের বিনিময়ে গড়ে তোলা সংগঠন। একে ব্যক্তিগত সম্পত্তি মনে করার সাহস দেখাবেন না।
তিনি বলেন,  আপনি দলে এসেছেন, স্বাগত জানাই। তবে দলের আদর্শ, গঠনতন্ত্র ও নেতৃত্বকে অমান্য করে বিভক্তি তৈরি করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রস্তাব রাখব। ওসমান পরিবারের দোসরদের পৃষ্ঠপোষকতা করে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র সফল হবে না।



বন্দরে মহা অষ্টমীর পূজা মন্ডব পরিদর্শনকালে হঠাৎ নারায়ণগঞ্জ-৫ আসনে বিভিক্তি ও মনোনয়ন দ্ব›েদ্ব সাখাওয়াত ও টিপুর এমন কড়া হুঁশিয়ারী বক্তব্যে না’গঞ্জ ৫ আসনের রাজনীতিতে সৃষ্টি হয়েছে ফের উত্তেজনা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন