Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত-টিপু-বাবুল-মাসুদ এক মঞ্চে

Icon

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

সাখাওয়াত-টিপু-বাবুল-মাসুদ এক মঞ্চে

সাখাওয়াত-টিপু-বাবুল-মাসুদ এক মঞ্চে

Swapno

প্রাচ্যের ডান্ডিখ্যাত শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে সংসদীয় আসন পাঁচটি। দীর্ঘদিন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলার কারণে চাপে ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁরা আবার মাঠে সক্রিয় হয়েছেন। তবে দখলবাজি, বিতর্কিত কর্মকাণ্ড, মনোনয়নের জন্য অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি এখন বিএনপির বড় সংকট। যাকে ঘিরে নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হলে ও প্রত্যেকেই ত্যাগী এবং হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে। যাকে ঘিরে বর্তমানে সেই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লক্ষ্য করা যায়। আবার অনেকেই নিজেদের বক্তব্যে একে অপরকে টার্গেট করে বক্তব্য রাখলে ও গতকাল নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

এ সময় মঈন খানের দুই পাশে এক মঞ্চে দেখা গেছে দীর্ঘদিন যাবৎ একে অপরের সাথে দ্বন্দ্বে থাকা নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চার নেতাকে। তারা হলেন- মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। কিছুদিন পূর্বে ও মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. সাখাওয়াত হোসেন খান এই মাসুদুজ্জামানকে ‘মেইড ইন আওয়ামী লীগ’ বলে আখ্যা দিয়েছিলেন। তা ছাড়া রাজধানী ঢাকায় বিএনপির পার্টি অফিসে মডেল মাসুদের সদস্য ফরম অনুষ্ঠানে তার হাত থেকে ফুলের তোড়া নিতে অস্বীকারসহ এই শিল্পপতি মডেল মাসুদকে নানা কায়দায় বক্তব্যের মাধ্যমে গায়েল করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. আবু আল ইউসুফ খান টিপু। এর বাহিরে ও নারায়ণগঞ্জ ৫ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর বাবুল বিগত দিনে রাজনৈতিকভাবে কোন সভা-সমাবেশে কোন পক্ষ-বিপক্ষে সরাসরি অংশ না নিলে ও কিছুদিন পূর্বে মহানগর বিএনপির সভাপতিত্বে আবু জাফর বাবুলের সহযোগীতায় শহরের ৭০টি পূজা মন্ডবে ২৫ হাজার করে অনুদান প্রদান করা হয়েছে। এর পর গতকাল শহরের আমলাপাড়া পূজামন্ডব পরিদর্শনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানাতে তাকে দেখা যায়। তা ছাড়া এক মঞ্চে দ্বন্দ্বে থাকা একই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের একাত্মতা ও হাস্যরস নারায়ণগঞ্জ-৫ আসনে তৈরি করেছেন নয়া সমীকরণ। তা ছাড়া পরির্দশন শেষে একই সাথে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডবের সভাপতি সিআইপি বাবু প্রবীর কুমার সাহার বাড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং একই আসনের এই চার মনোনয়ন প্রত্যাশী দীর্ঘক্ষন রুদ্ধতার বৈঠক শেষে সেখান থেকে একত্রিতভাবে বেড় হয়ে আসতে দেখা যায়। যার মাধ্যমে বিএনপির দলীয় হাইকমান্ডের নেতাদেরকে স্থানীয় নেতাদের সম্মান ফুটে উঠেছে। তা ছাড়া দলীয় প্রয়োজনে বা দলীয় সকল কর্মকাণ্ডে সকল দ্বন্দ্ব ভূলে বিএনপি নেতারা এক কাতারে থাকার দৃশ্য নারায়ণগঞ্জ বিএনপির ঐক্যবদ্ধতা প্রমান করেছেন।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের কার্যক্রম পরিদর্শনে আসেন বিএনপি নেতা মঈন খান। এই সময় মনোনয়ন নিয়ে মতানৈক্য থাকলেও একসঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওই চার নেতা। এর আগে সন্ধ্যা থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল একসাথে আমলাপাড়া পুজামন্ডবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের জন্য অপেক্ষা করলে ও কালিরবাজারের স্বর্ণপট্টির গল্লি দিয়ে মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ ও তার সমর্থকরা নানা ‘শ্লোগান’ দিতে থাকে মঈন খানের আগমন শূভেচ্ছা স্বাগতম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। এমন শ্লোগানে শ্লোগানের মাধ্যমে আব্দুল মঈন খানকে আমলাপাড়া পূজামন্ডবে স্বাগতম জানানো হয়। সে সময় সেখানে বসা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলসহ মাসুদুজ্জামান চারজন একত্রিতভাবে ফুলেল তোড়া দিয়ে মঈন খানতে স্বাগতম জানানো হয়। পরবর্তীতে মঈন খানের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির এই চার মনোনয়ন প্রত্যাশীদের মাঝে খুনশুটি ও নানা হাস্যরস লক্ষ্য করা যায়। এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে এই চার নেতার মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকলেও পূজা মণ্ডপে তাদের একসাথে উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। উপস্থিত নেতারা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেন। সে সময় মঈন খানের দুই পাশে আকরে ছিলেন বিএনপির মতানৈক্য থাকা একই আসনের চার মনোনয়ন প্রত্যাশী। মঈন খানের সংবাদ সম্মেলনকালে ও চার নেতাকে দুই পাশে আকরে থাকতে দেখা যায় তা ছাড়া সিআইপি প্রবীর সাহার বাড়িতে যাওয়ার পথে ও এই চার নেতা একসঙ্গে ছিলেন।

এ সময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ জাতি। সেই আবেগের সবচেয়ে বড় দিক হলো ভালোবাসা। ভালোবাসার শক্তিতেই আমরা মিলেমিশে একসাথে বসবাস করি। আমি বিশ্বাস করি, আমাদের আগামী প্রজন্মও একইভাবে ভালোবাসা, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে যাবে।”

তিনি আরও বলেন, আমি প্রথম নারায়ণগঞ্জে এসেছিলাম ১৯৫৩ সালে। তখনকার নারায়ণগঞ্জ অনেক ভিন্ন ছিল। আজ শুধু অবকাঠামো নয়, আমাদের মানসিক ও নৈতিক উন্নয়নও জরুরি। পূজা আমাদের শিক্ষা দেয় ন্যায়-অন্যায়ের লড়াইয়ে সত্য ও ন্যায়ের জয় অনিবার্য।

মণ্ডপে রাজনৈতিক নেতাদের এই উপস্থিতিতে স্থানীয়দের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে ধরা দিয়েছে। একই সাথে বিএনপির ভেতরে মনোনয়ন প্রত্যাশীদের দ্বন্দ্ব ভূলে একসাথে দাঁড়ানো দলটির ভেতরে ঐক্যের ইতিবাচক বার্তা বহন করছে বলে রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল এই মত প্রকাশ করছেন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন