Logo
Logo
×

রাজনীতি

শব্দ দূষণ আর পলিথিনে কঠোর পরিবেশ অধিদপ্তর

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

শব্দ দূষণ আর পলিথিনে  কঠোর পরিবেশ অধিদপ্তর

শব্দ দূষণ আর পলিথিনে কঠোর পরিবেশ অধিদপ্তর

Swapno

শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও পলিথিন ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ধারাবাহিকভাবে ১৫টি অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। এসব অভিযানের মধ্যে ৮ টি ছিল পলিথিনবিরোধী, ৭ টি শব্দ দূষণবিরোধী এবং একটি বায়ু দূষণ প্রতিরোধে।


অভিযানগুলোর মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পলিথিনবিরোধী ০৮ টি অভিযানে জব্দ করা হয়েছে মোট ৮ হাজার ২৪৩ কেজি পলিথিন। একই সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা। শব্দ দূষণের বিরুদ্ধে ০৭ টি অভিযানে মূলত বিভিন্ন পরিবহনের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব অভিযানে ২৮টি হর্ন জব্দ করা হয় এবং ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বায়ু দূষণ প্রতিরোধে পরিচালিত এক অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, আমরা নিয়মিতভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছি। আমাদের লোকবল সংকট রয়েছে। তারপরও পরিবেশ রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।


পরিবেশ অধিদপ্তরের এ ধরণের উদ্যোগ নিয়মিতভাবে জোরদার করা গেলে নগরের সামগ্রিক পরিবেশ অনেকাংশে উন্নত হবে। বিশেষ করে পলিথিন নিয়ন্ত্রণ ও শব্দ দূষণ প্রতিরোধে কঠোর নজরদারি নগরবাসীর জীবনযাত্রাকে আরও স্বস্তিদায়ক করবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন