
দুর্গাপূজায় মাঠে একাট্টা বিএনপি
দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী-লীগের নাশকতা করে বিএনপির ওপর দায় চাপাতে পারে এমন আশঙ্কাসহ আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সাংসদ নির্বাচনকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মন জয় করে তাদের ভোটগুলোর মাধ্যমে বিএনপির ভোট ব্যাংক ভারী করতে বিভিন্ন গ্রুপে গ্রুপে তাদের অনুদানসহ দফায় দফায় মন্ডব পরিদর্শন এবং কমিটি গঠন করে বিভিন্ন মন্ডবে মন্ডবে পাহাড়া দিতে মাঠে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তা ছাড়া নারায়ণগঞ্জে নিয়মিত আসছেন বিএনপির স্থায়ী এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ তারা ও পূজামন্ডব পরির্দশনসহ আগামী নির্বাচনে বিএনপির ধানের শীর্ষে ভোট চাইছেন।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসন মহানগরের আওতাধীন ৭০টি পুজা মন্ডবে অনুষ্ঠিত হতে যাচ্ছেন পুজা সেই ৭০টি পুজা মন্ডবে কিছুদিন পূর্বে ২৫ হাজার টাকা করে প্রায় ২০ টাকার অধিক আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। এর পরের দিনই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুলের সহযোগীতায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এড. সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগরের ৭০টি পূজা মন্ডবে ২৫ হাজার করে প্রায় ২০ টাকা অনুদান প্রদান করা হয়। তা ছাড়া প্রতিটি পূজা মন্ডবে মহানগর বিএনপি কমিটি গঠনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে নানাভাবে পাহাড়াসহ নানার সুবিধা দিয়েছেন। এর বাহিরে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের পুরুষদের পাঞ্জাবি ও মহিলাদের শাড়ি উপহার দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। তা ছাড়া ইতিমধ্যে গতকাল বন্দর থানার প্রায় সকল পূজা মন্ডব স্বশরীরে ঘুরে ঘুরে পরির্দশন করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আজকে বন্দর উপজেলার প্রতিটি পূজা মন্ডব ঘুরে ঘুরে পরির্দশন করবেন। তা ছাড়া নিয়মিত মহরের আমলাপাড়া, জিউর আখড়া, বলদেব, রামকৃঞ মিশন, মিশনপাড়া পূজা মন্ডব সবগুলো রাত থেকে শুরু করে স্বশরীরে পাহাড়া দিচ্ছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। তা ছাড়া মডেল মাসুদ গতকাল সদর থানার আওতাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর দিচ্ছেন এবং আগামী নিবার্চনে ধানের শীর্ষের পক্ষে ভোট চাইছেন সকলের মতোই। একইভাবে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ এবং ফতুল্লায় অনেকগুলো পূজা মন্ডবের খোঁজখবর সহ তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিন্দু সম্প্্রদায়ের হাতে পৌঁছে দিয়েছেন। একইভাবে আরেক মনোনয়ন প্রত্যাশী শাহ আলম তার লোকবল দিয়ে একইভাবে মন্ডবে মন্ডবে অনুদান করে যাচ্ছেন।
তা ছাড়া সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওয়ে দফায় দফায় বিভিন্ন পূজা মন্ডব পরির্দশন ও অনুদান করছেন নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান। তা ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান মনির ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু লিষ্ট করে বিভিন্ন পূজামন্ডব পরির্দশন করছেন এবং ধানের শীর্ষের পক্ষে ভাট চাইছেন। তা ছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদ গতকাল রাতে নারায়ণগঞ্জে ২টি পূজা মন্ডবসহ আড়াইহাজারে প্রতিটি পূজা মন্ডব পরিদর্শনের কাজ করছেন। এ ছাড়া গত (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজামন্ডব পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ জাতি। সেই আবেগের সবচেয়ে বড় দিক হলো ভালোবাসা। ভালোবাসার শক্তিতেই আমরা মিলেমিশে একসাথে বসবাস করি। আমি বিশ্বাস করি, আমাদের আগামী প্রজন্মও একইভাবে ভালোবাসা, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে যাবে।”
তিনি আরও বলেন, আমি প্রথম নারায়ণগঞ্জে এসেছিলাম ১৯৫৩ সালে। তখনকার নারায়ণগঞ্জ অনেক ভিন্ন ছিল। আজ শুধু অবকাঠামো নয়, আমাদের মানসিক ও নৈতিক উন্নয়নও জরুরি। পূজা আমাদের শিক্ষা দেয় ন্যায়-অন্যায়ের লড়াইয়ে সত্য ও ন্যায়ের জয় অনিবার্য।
মণ্ডপে রাজনৈতিক নেতাদের এই উপস্থিতিতে স্থানীয়দের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে ধরা দিয়েছে। একই সাথে বিএনপির ভেতরে মনোনয়ন প্রত্যাশীদের দ্বন্দ্ব ভূলে একসাথে দাঁড়ানো দলটির ভেতরে ঐক্যের ইতিবাচক বার্তা বহন করছে বলে রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল এই মত প্রকাশ করছেন।
তা ছাড়া বর্তমানে হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবকে বিশৃঙ্খলামুক্তভাবে সফল করতে বিএনপির পাশাপাশি প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যার যার মতো করে নিজ নিজ ওয়ার্ড বা ইউনিটের পূজা মন্ডবগুলো পরিদর্শন করছেন এবং তারেক রহমানের ৩১ দফায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে দেওয়া বার্তা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তা ছাড়া দীর্ঘদিন বিএনপির দলীয় কোন কর্মসূচি না থাকলে ও বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীসহ বিএনপি নেতাকর্মীরা দূর্গাপূজাকে কেন্দ্র করে মাঠে একাট্টা রয়েছেন তা ছাড়া পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সাথে গণসংযোগ সৃষ্টি করছেন বিএনপি।