সিদ্ধিরগঞ্জে নয়া বলয় সৃষ্টির পথে

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জে নয়া বলয় সৃষ্টির পথে
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিএনপির নয়া বলয় সৃষ্টি হতে যাচ্ছে। মূলত, সীমানা পরিবর্তনের পর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির রাজনীতিতে নয়া সমীকরণ সৃষ্ট হয়। যার ফলে বলয় ভিত্তিক রাজনীতিকে টিকিয়ে রাখতে এবং দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপর নির্ভর করে অনেকটা বাধ্যতামূলকই এই বলয় সৃষ্ট হতে যাচ্ছে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩ আসনটি (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) এলাকা নিয়ে গঠন হওয়ার পর থেকেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনে নেতৃত্বে থাকা নেতাদের কদর বৃদ্ধি পেয়েছে। কারণ নারায়ণগঞ্জ-৩ আসনে যারা বিগত সময়ে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা সোনারগাঁ কেন্দ্রীক বিএনপির রাজনীতিতে ছিলেন। কিন্তু সিদ্ধিরগঞ্জ এলাকাটি সেসকল রাজনৈতিক নেতাদের জন্য সাংগঠনিক এবং রাজনৈতিক পরিচিতি দিক দিয়ে তলানীতে রয়েছে। যার কারণে সিদ্ধিরগঞ্জ বিএনপির মূলদল থেকে শুরু করে অঙ্গসংগঠনের নেতাদের সোনারগাঁ কেন্দ্রীক প্রার্থীরা কদর করছেন। এরমধ্যে অন্যতম হচ্ছে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। কিন্তু তার সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএনপির জন্য সাংগঠনিক কার্যক্রম না থাকায় সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক দায়িত্বে থাকা নেতারা টার্গেট করছেন। পাশাপাশি তাদের দ্বারা বলয়ও সৃষ্টি করতে চাচ্ছেন। এদিকে সিদ্ধিরগঞ্জের বাসিন্দা এই এলাকার সাংসদও ছিলেন আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী। কিন্তু তার সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ দুই এলাকায় রাজনৈতিক পরিচয় এবং সাংগঠনিক পরিচয় রয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএনপির হেভীওয়েট বৃহৎ অংশের নেতাদের সাথে তার দূরত্ব রয়েছে। আর এই সকল নেতাদেরই টার্গেট করছেন সোনারগাঁ কেন্দ্রীয় রাজনীতিতে থাকা মনোনয়ন প্রত্যাশীরা। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সাথে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএনপির হেভীওয়েট বৃহৎ অংশের নেতাদের সাথে সুসম্পর্ক থাকায় এই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছেন সোনারগাঁ কেন্দ্রীক বিএনপির নেতারা। তারই অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার পিএস সেলিমের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের নেতাদের কাছে তার বার্তা পাঠাচ্ছেন।
তারই অংশ হিসেবে সম্প্রতি তার পিএস খ্যাত সেলিম হোসেন দিপু সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দীন মোহাম্মদ ফয়সাল,নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম পারভেজ অন্তু, জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, মহানগরীর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে মতবিনিময় করছেন। এর বাহিরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে আহ্বায়ক হতে চাওয়া অখিল উদ্দিন ভূইয়াসহ মামুন মাহমুদ বলয়ের মূলদলের আরও বহু নেতারা এই বলয় সৃষ্টের জন্য নেপথ্যে কাজ করছেন। রাজনৈতিক বোদ্ধামহলের মতে,সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ এক হওয়ায় বলয় ভিত্তিক এবং উক্ত আসনের মনোনয়ন প্রত্যাশীদের নির্ভর করেও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে একটি নয়া বলয় সৃষ্ট হতে যাচ্ছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জে গিয়াস বলয়ের বাহিরে বৃহৎ একটি বলয় রয়েছে যারা সাংগঠনিক নেতৃত্বে রয়েছে এবং রাজনৈতিক ভাবে একই মতাদর্শের।