গিয়াস উদ্দিনের পক্ষে সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

গিয়াস উদ্দিনের পক্ষে সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশনায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধানের উদ্যোগে নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বাজারসহ এর আশপাশের এলাকা স্ট্যান্ড বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এই লিফলেট বিতরণ করা হয়। এর মধ্যে ছিল মাংসের দোকান, মুদি দোকান, চায়ের হোটেল, কাঁচা বাজারের দোকানসহ মন্দিরে শুধু তাই নয়, পথচারী সাধারণ মানুষের হাতেও লিফলেট পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত লিফলেটে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানার ভোটারদের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে নানা বার্তা তুলে ধরা হয়েছে। এতে গিয়াস উদ্দিনের বিগত রাজনৈতিক কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ ও বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস উল্লেখ করা হয়েছে।
এ সময় যুবদল নেতা শফিকুল ইসলাম বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছিলেন আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন। একইসঙ্গে বিএনপির আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থানীয় উন্নয়নে তার অবদান তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এতে জনগণ শফিকের কথায় আগামী দিনে ধানের শীর্ষে ভোট দেওয়ার আশ^াস দেন।