Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপিকে এড়িয়ে চলেন তারা

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

জেলা বিএনপিকে এড়িয়ে চলেন তারা

জেলা বিএনপিকে এড়িয়ে চলেন তারা

Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সভা সমাবেশ মিছিলের আয়োজন করা হলেও এড়িয়ে যান জেলার বিভিন্ন উপজেলা থানা এবং অঙ্গসংগঠনের নেতারা। জেলা বিএনপির বর্তমান কমিটির আয়োজনে বৃহৎ সভা সমাবেশ মিছিলের আয়োজন করলেও উপজেলা,থানা,ছাত্রদল, কৃষকদল,তাঁতীদল,জাসাস,ওলামাদলসহ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা পুরোপুরি এড়িয়ে যান।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্ন্তভুক্ত সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাজেদুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড.মাহফুজুর রহমান হুমায়ান,বাছির উদ্দিন বাচ্চু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী নাহিদ হোসেন ভূইয়া,সুলতান মাহমুদ,মাসুদ যারা জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী হিসেবে নিজেদের শো অফের জন্য বড় বড় শোডাউন দিলেও জেলা বিএনপির কর্মসূচিতে থাকেন নিরুউদ্দ্যেশ।নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা: শাহিন ও সদস্য সচিব আলম,জাসাস জেলার সাধারণ সম্পাদক মাহাব্্ুব মোল্লা,জেলা তাঁতীদল আহ্বায়ক শুক্কুর মাহমুদ,ওলামাদলের জেলার আহ্বায়ক হাফেজ জাকারিয়া। এদিকে উপজেলা থানা কমিটির মধ্যে সোনারগাঁ ফতুল্লা থানা বিএনপিকে বিভিন্ন সময় অংশ নিতে দেখা যায়। নামমাত্র নেতাকর্মী নিয়ে আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলা¡ বিভিন্ন সময় অংশ নিলেও অনেক সময় দায়িত্ব প্রাপ্ত নেতাদের জেলা বিএনপির কর্মসূচিতে খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যায়। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা দায়িত্বরত নেতাদের অংশগ্রহণ নেই বললেই চলে। তবে নারায়ণগঞ্জ জেলা যুবদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদলের নেতারা অংশ নিলেও নামমাত্র নেতাকর্মীদের নিয়ে অংশ নিলেও নিজেরাই নিজেদের ছোট আকৃতির শোডাউন নিয়ে সংকোচ বোধ করেন। মূলত, বলয় কেন্দ্রীক রাজনীতির ফলে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে থানা উপজেলা অঙ্গসংগঠনের নেতারা স্বতঃফূর্ত অংশ নিতে পারছে না। তাদের এরূপ কান্ডে জেলার শীর্ষ পর্যায়ের নেতারা এখনো কোন প্রকার মনোভাব প্রকাশ না করলেও জেলা বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এই বিষয়টি মোটা দাঁগে দেখছেন।


কারণ তাদের ভাষ্যমতে, এখনই তারা জেলা বিএনপিকে মানছে না নিজের ইচ্ছেমত জেলা ব্যাপী রাজনীতি করছেন। তাছাড়া জেলা বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও এড়িয়ে চলেন। এছাড়া জেলা বিএনপির অঙ্গসংগঠন বা জেলা অর্ন্তভুক্ত থানা উপজেলার রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও জেলা বিএনপি নেতাদের এড়িয়ে গিয়ে রাজনীতি কর্মকান্ড পরিচালনা করছেন। যার ফলে এসকল সংগঠন ইউনিট থেকে বরাবরই প্রশ্ন উঠছে প্রতিটি সংগঠন এবং ইউনিট কমিটি পরিবর্তনের। এগুলো নিয়ে অজ্ঞাত কারণে জেলা বিএনপির শীর্ষ নেতারা মাথা ঘামাচ্ছে না। জেলা বিএনপির কমিটি হওয়ার পর থেকেই বিভিন্ন থানা উপজেলার মেয়াদত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ডেলে সাজানোর জন্য এবং জেলা বিএনপির কয়েকটি মিটিংয়ে বিভিন্ন থানা উপজেলার নেতৃবৃন্দ এসকল কমিটি নিয়ে প্রশ্ন তুলেন কিন্তু তারা মিটিং বিষয়গুলো খাতা কলমে আমলে নিলেও বাস্তবে রুপ দেয়নি। এতে করে জেলা বিএনপি একটি অকার্যকর কমিটিতে পরিণত হচ্ছে যার পরিণিতি জেলা বিএনপির বিভিন্ন সভা সমাবেশ মিছিলেই দেখা মিলে। কারণ নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত একাধিক প্রোগ্রামকে এড়িয়ে গিয়েছেন জেলার বিভিন্ন উপজেলা থানা এবং অঙ্গসংগঠনের এসকল নেতারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন