না.গঞ্জ ৫ আসনে যোগ হলো নয়া সমীকরণ

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জ ৫ আসনে যোগ হলো নয়া সমীকরণ
আসন্ন এয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী দৌড়ঝাঁপ করলে ও যোগ্য ও পরীক্ষিতদের তালিকায় বিএনপির কয়েকজনের নাম বার বার উল্লেখ হয়ে আসলেও মনোনয়ন প্রত্যাশী হয়ে ও বিএনপির প্রাথমিক সদস্য না থাকায় আলোচনা থেকে বার বার ছিটকে পড়তেন মডেল গ্রুপের মাসুদুজ্জামান মাসুদ। কিন্তু গতকাল মনোনয়নের ক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করে বিএনপির মনোনয়ন নিশ্চিত করলেন মাসুদুজ্জামান তিনি কখনো বিএনপির খাতা-কলমে সদস্য ছিলেন না। যেহুতু তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাই সরাসরি বিএনপির খাতায় নাম লেখালেন। যার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনে যোগ হলো নয়া সমীকরণ।
সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেরই শিল্পপতি মাসুদুজ্জামান বিএনপিতে যোগদান করেছেন, সেই সাথে বিএনপির টিকেটও নিশ্চিত করেছেন। রাজধানীর নয়াপল্টনে শিল্পপতি মাসুদুজ্জামানের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন মাসুদুজ্জামান। তিনি দীর্ঘদিন বিএনপির সদস্য না থাকায় নিশ্চুপভাবেই দলীয় কর্মসূচিতে ছিলেন কিন্তু এবার তিনি শক্ত হাতে মাঠে থাকবেন বলে জানিয়েছেন তার বলয়ের নেতাকর্মীরা। যাকে ঘিরে মহানগরের রাজনীতিতে নতুন করে শক্তিমান হয়ে উঠতে যাচ্ছেন মডেল গ্রুপের মাসুদুজ্জামান। তিনি বিগত দিনে বারবারই বলেছেন ‘আমার শিখড় অনেক গভীরে’ একাধিকবার মন্তব্য করে এ শিল্পপতি রাজনীতিতে আনুষ্ঠানিক নাম লিখিয়ে প্রমাণ দিলেন তার পেছনের শক্তি আসলেই শক্তিশালী ও দৃঢ়। তা ছাড়া বিএনপি তাকে এমনভাবে সম্মান দিয়ে তাদের ছায়াতলে নেওয়ায় বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ও তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের আলাদা ফ্যাক্টর বটে। এদিকে কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনে সীমানা পুনর্বিন্যাসে নির্বাচন কমিশনারের চূড়ান্ত গেজেট প্রকাশের পর নয়া সীমানায় নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দরকে পাদান্ন দেওয়ায় বন্দরের নেতৃবৃন্দ অনেকটাই উৎফুল্ল হয়ে উঠে এর পর থেকেই বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন এবং বন্দর থানার ৯টি ওয়ার্ডে এর বাহিরে ও একটি গ্রুপ দ্বারা সদরের ৮টি ওয়ার্ডে নিয়মিত তার লোকবল বিচরণ করিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফাসহ নির্বাচনী প্রচারণা অবহৃত রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী পরিবেশ চাঙা রেখেছেন মাসুদুজ্জামান। একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। সকলেই পরীক্ষিত ও আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখলেও রাজনীতিতে নতুন মাসুদুজ্জামান হঠাৎ বিএনপিতে রাজকীয় যোগদানে ৫ আসনের মোড় অনেকটাই ঘুরে গেছে বলা চলে। তা ছাড়া বিএনপিতে সর্বদা ভূমিকা রাখা এই তিন নেতা বিএনপির দলীয় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দলীয় নানা পোগ্রামের মাধ্যমে বিএনপির জন্য আলাদা ভোট ব্যাংক তৈরি করেছেন। তা ছাড়া সদর-বন্দরের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নের জনগণ(ভোটার) যেভাবে তাদের সাথে পরিচিত তা দেখার মতো বলা চলে। ৫ আসনের ডোর টু ডোর তাদের পরিচিত তা ছাড়া সব জায়গায় তাদের একটি আলাদা অবস্থান এবং ব্যাপক ভোট ব্যাংক তৈরি হয়েছে। কিন্তু নিজের পরিচিতি না থাকলে ও বিএনপির হয়ে নয়া সমীকরণ তৈরি করে ফেললেন মাসুদুজ্জামান। তা ছাড়া
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সদস্য বন্দরের সন্তান আবুল কালাম বর্তমানে ব্যাপক আলোচিত হয়ে উঠেছে আসন পুনর্বিন্যাসের পরবর্তী সময়ে। বিগত দিনের গণসংযোগ এবং পরিচিতি কাজে লাগিয়ে এবং তার বিগত দিনের ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংক ব্যবহার করেই এবার নির্বাচিত হওয়ার আশা ভুনছেন আবুল কালাম। কিন্তু সর্বশেষ তারেক রহমানের কাছে কে ক্লিন ইমেজ নিয়ে মনোনয়ন প্রত্যাশী, কার হাতে তুলে দেওয়া হয় আসনটি সেটাই দেখার বিষয়। তা ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ৩ নেতার পাল্লাভারী। এর বাহিরে নতুন পরিচিতি লাভ করতে চাওয়া মডেল মাসুদ ও গণসংযোগসহ নিয়মিত নানা পোগ্রামে পালনের মাধ্যমে এবং বিএনপিতে নয়া যোগদানে হয়ে উঠেছেন ব্যাপক আলোচিত। যাকে ঘিরে বর্তমানে নারায়ণগঞ্জ ৫ আসনেই হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি সবচাইতে বেশি। বর্তমানে নয়া নয়া সমীকরণে কে পেতে যাচ্ছেন না’গঞ্জ-৫ আসনের আগামীর বিএনপির কান্ডারী সেদিকে তাকিয়ে আছেন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে ৫ আসনের জনগণ।