Logo
Logo
×

রাজনীতি

বিএনপির মনোনয়ন নিশ্চিত করলেন মাসুদুজ্জামান

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

বিএনপির মনোনয়ন নিশ্চিত করলেন মাসুদুজ্জামান

বিএনপির মনোনয়ন নিশ্চিত করলেন মাসুদুজ্জামান

Swapno

# মাসুদুজ্জামান মাসুদের সফলতা কামনা করি : রুহুল কবির রিজভী
# বিএনপিকে নেতৃত্ব দিয়ে আরো ভালো দিকে নিয়ে যাবেন তিনি : দিপু ভূঁইয়া
# এই যোগদানে বিএনপি আরো শক্তিশালী হয়ে উঠবে : গিয়াসউদ্দিন
# আগামী নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে কাজ করতে চাই : এড. সাখাওয়াত


বিএনপির মনোনয়ন নিশ্চিত করলেন মাসুদুজ্জামান তিনি কখনো বিএনপির খাতা-কলমে সদস্য ছিলেন না। যেহুতু তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাই সরাসরি বিএনপির খাতায় নাম লেখালেন। সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেরই শিল্পপতি মাসুদুজ্জামান বিএনপিতে যোগদান করেছেন, সেই সাথে বিএনপির টিকেটও নিশ্চিত করেছেন। রাজধানীর নয়াপল্টনে শিল্পপতি মাসুদুজ্জামানের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সেখানে বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন মাসুদুজ্জামান। বিএনপির অনেক নেতাকর্মীর সাথে সেখানে বিএনপির ঢাকা বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহিলা দল নেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু দুইজনই নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ৫ আগস্টের পর থেকেই তারা বিভিন্ন অনুষ্ঠানে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু চলতি বছর ঈদুল আজহার পরপর এক ভুরিভোজের মাধ্যমে নিজেকে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। এরপর থেকে তিনি বিএনপির ব্যানারে বিভিন্ন কায়ক্রম চালাতে থাকেন। সূত্র জানিয়েছে, তারেক রহমানের নির্দেশেই মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে যোগদান করেছেন, এমনটি বিএনপি নেতাদের এই অনুষ্ঠানে থাকার নির্দেশনাও সেখান থেকেই এসেছে। তাই নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজজ্জামান মাসুদই হতে যাচ্ছেন বিএনপির প্রার্থী, এখানে অন্য কিছু ভাবার সুযোগ নেই। যদিও সাবেক সাংসদ এড.আবুল কালামসহ অনেকেই এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।


সূত্র জানায়, এই আলোচিত ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের এই যোগদান নারায়ণগঞ্জ বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। এর আগে ৫ আগষ্টের পরবর্তী ও পূর্বের সময়ে সমাজসেবায় নিজেকে নিবেদিত রেখে নারায়ণগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন মাসুদুজ্জামান মাসুদ। তা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানেও সম্পূর্ণ সমর্থন ছিল মাসুদুজ্জামানের। তিনি আন্দোলনকারীদের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করেছেন। অভ্যুত্থান-পরবর্তী দেশের বন্যা পরিস্থিতিতেও তিনি বন্যা-দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ ও আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন বন্যা কবলিত এলাকায়। জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে একজন সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে সমাজে অবদান রেখেছেন মাসুদুজ্জামান মাসুদ। আন্দোলনে হতাহতদের আর্থিক সহযোগিতাও দিয়েছেন তিনি। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অর্থনীতিতে অস্থির অবস্থা দেখা দেয়। পোশাক শিল্পের জন্য প্রসিদ্ধ নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের মধ্যেও অস্থিরতা দেখা দেয়। সেই ক্রান্তি লগ্নে ব্যবসায়ীদের নেতা হয়ে দক্ষতার সাথে এ পরিস্থিতি মোকাবেলা করেন মাসুদুজ্জামান। দীর্ঘ বছর ওসমান পরিবারের অধীনে থাকা চেম্বার অব কর্মাস ব্যবসায়ী সংগঠনটির অচলাবস্থা দূর করেন। দ্রুততার সাথে আয়োজন করেন এ সংগঠনটির নির্বাচন এবং আনেন নতুন নেতৃত্ব। এদিকে ঈদুল আযহার পরবর্তী সময়ে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে ২০ হাজার মানুষের ভূরিভোজ করে সেখানে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করে আলোচনায় আসেন এই মাসুদ। পরবর্তীতে বিএনপির দলীয় সকল কর্মসূচি থেকে শুরু করে জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়াসহ বিএনপি মনা সকল কাজে ব্যাপকভাবে সংযুক্ত এই মাসুদুজ্জামান মাসুদ। বর্তমানে তিনি তার বলয়ের লোকবলের মাধ্যমে নিয়মি বন্দরের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নে বিএনপির ৩১ দফা জনগণের হাতে হাতে পৌঁছে দেওয়ার কাজ করছেন। অবশেষে বিএনপিতে যোগ দিবে এমন নানান আলোচনা উঠিয়ে সর্বশেষ গতকাল আনুষ্ঠিকভাবে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিলেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তার যোগদানকে বিএনপির নয়া শক্তি বলে দাবি করছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতাকর্মীরা।


যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক। তিনি বিএনপিতে যোগদান করছেন। বিএনপির পক্ষ থেকে উনাকে স্বাগত জানাই। জাতীয়তাবাদী দল বিএনপি অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করে অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অনেক কীর্তিমান সন্তানদের বিসর্জন দিয়েছে দল ও দেশের জন্য। সেই দলের জন্য মানুষের আগ্রহ ও আকাঙ্খা, এত জুলম নির্যাতনের পরেও দলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই দলে যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদের সফলতা কামনা করি।


তিনি বলেন, বিএনপি সারা দেশে একটি শক্তিশালী দল হিসেবেই নেতৃত্ব দিচ্ছে। বিএনপিকে শেষ করতে শেখ হাসিনা পারেনি। এখন যারা ভেতরে থেকে চেষ্টা করছে তারাও পারবে না। কারণ মাসুদুজ্জামানদের মতো সমাজসেবক, পরিচিত মানুষরা বিএনপিতে যোগদান করছেন।


তিনি আরো বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির  বিরুদ্ধে অপপ্রচার চলছে। যে মুহূর্তে আমরা শান্তিপূর্ণভাবে সাংগঠনিক তৎপরতা চালাব ঠিক সেই মুহূর্তে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন দল বিএনপিকে টার্গেট করে অপপ্রচার করছেন। এটিকে আমরা রাজনৈতিকভাবে ব্যাখ্যা দিয়েছি যে- ওয়ান ইলেভেনের সময় মাইনাস টু ফর্মুলার যে তথ্য দেওয়া হয়েছিল, সেই তথ্যের সঙ্গে মিলে যায়। একজন তো পালিয়ে গেছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তকমা লাগিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়; কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না।


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল বলেন, নারায়ণগঞ্জ জেলার একজন বিশিষ্ট সমাজ সেবক  মাসুদুজ্জামান মাসুদ সাহেবের আগমন আমি অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই। তার মতো ব্যক্তিরা যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসে অবশ্যই আমাদের দল সমৃদ্ধ হবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, মাসুদ ভাই বিগত অনেক বছর ধরে আমি দেখেছি উনি ভিন্ন উপায়ে বিএনপি’র আন্দোলন সংগ্রামের সময় উনি চেষ্টা করেছেন বিএনপির মানুষের সুখে দুঃখে থাকার জন্য। আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান করছে আমি তা স্বাগত জানাই। যাতে এই ধরনের মানুষ বিএনপিতে আরো আসে। যাতে বিএনপিকে নেতৃত্ব দিয়ে আরও ভালো দিকে নিয়ে যায়। এই আশাবাদ রাখছি।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের একটি বিশিষ্ট বিএনপির পরিবারের একজন সদস্য যিনি দীর্ঘদিন পিছনে থেকে বিএনপির দলীয় সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেই মাসুদুজ্জামান মাসুদ আজকে বিএনপিতে যোগদান করেছেন। তার এই যোগদানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বিএনপি আরো শক্তিশালী হবে।


মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপিতে যোগদান করায় বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদকে স্বাগতম জানাই। আগামী নির্বাচনে আমরা সকলে কাঁধে কাঁধ ও বুকে বুকে মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ধানের পক্ষে কাজ করতে চাই।
অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আজকে এই যোগদান হবে আমার জীবনের আরেকটি অধ্যায়। জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে আজকের যাত্রা হবে এই দলকে দুর্নীতিমুক্ত রাখা যেকোনো ধরনের ভালো কাজের সাথে আমার জীবনের পথচলা।
তিনি বলেন, নারায়ণগঞ্জের যত বিএনপির নেতাকর্মী আছে সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে তারুণ্যের নেতৃত্ব তার নির্দেশনায় কাজ করবো সবাইকে নিয়ে। এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছেন এবং যারা মহানগর এবং জেলার নেতৃবৃন্দ আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।


তিনি আরো বলেন, কোন ভেদাভেদ নেই আমরা সামনে অনেক দূর পাড়ি দিতে হবে। আমাদের ভিতরে যাতে বিভাজন না হয়। আমাদের পেছনে জাতীয়তাবাদী দলের পেছনে লোক লেগে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা খুবই খুবই জরুরী। সেদিকে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নারায়ণগঞ্জবাসী সহ আমি কৃতজ্ঞ যে আপনার আমাকে সদস্য হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন