গিয়াসউদ্দিনের ঘোষণায় চাপে অন্যান্য প্রার্থীরা

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

গিয়াসউদ্দিনের ঘোষণায় চাপে অন্যান্য প্রার্থীরা
নারায়ণগঞ্জ ৫ আসনের মধ্যে সীমানা নির্ধারনে তিনটি আসনে কিছুটা সংশোধন করা হয়েছে। যেখানে নারায়ণগঞ্জ ৩ আসনে সোনারঁগা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ ওয়ার্ড নিয়ে। ফতুল্লায় নারায়ণগঞ্জ ৪ আসনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ টি ইউনিয়ন। অন্যদিকে নারায়ণগঞ্জ ৫ আসনটি সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নং ওয়ার্ড ও বন্দর উপজেলা মিলে এই আসনটি করা হয়েছে। আর এতে করে এই তিনটি আসনের প্রার্থী ও প্রার্থীদের কর্মীরা অনেকটাই উচ্ছাসিত। তবে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জ বাদ দেওয়াতে ফতুল্লায় অনেকটাই আনন্দের জোয়ার চলে আসে তাদের ধারনা ছিলো তারা শুধুমাত্র ফতুল্লার নেতারাই প্রার্থী হবেন। বেশ কয়েকদিনে নারায়ণগঞ্জ ৪ আসনে হাফ ডজন প্রার্থী ব্যানার ফেষ্টুন লাগিয়ে প্রার্থীতার জানান দিচ্ছেন। অনেকেই ভেবেছিলো এবার নারায়ণগঞ্জ ৩ আসনে নির্বাচন করবে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন। আর যার কারনের অনেককেই প্রার্থী হওয়ার ঘোষনা দিতে থাকে। বিশেষ করে ফতুল্লার শাহ আলম পন্থী অনেকটাই শক্ত ভাবে ইগিংত দেয়। শুধু তাই নয় মনির হোসাইন কাশেমী, মশিউর রহমান রনি সহ অনেকেই স্বস্থি ফিরে পেয়েছিলো তাদের নেতাকর্মীরা তবে তা এক বক্তব্যের মাধ্যমেই একেবারে পরিষ্কার করলেন তিনি নারায়ণগঞ্জ ৩ আসনে নয় বরং নারায়ণগঞ্জ ৪ ফতুল্লার অংশেই নির্বাচন করার ঘোষনা দেন। তবে বেশ কিছুদিন যাবৎ সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান ও তাদের সমর্থন কারীরা অনেকটাই নিরব ভুমিকা পালন করে। তাদের ভয় ছিলো যদি গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচন করে তাহলে আহজারুর ইসলাম মান্নান ছিটকে পরার সম্ভাবনা হবে।
তবে গত ৮ ই সেপ্টম্বর ফতুল্লা থানা বিএনপির আয়োজনে একটি মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন, ফতুল্লার নেতাকর্মীরা আমার জন্য অনেক কষ্ট করছেন। আপনানের ছেড়ে আমি কি করে অন্য কোথায় যাই। আসন যেভাবেই পূর্নবিন্যাস করা হোক না কেন ,যে এলাকার মানুষের কাছে আমার ষ্নেহ ভালবাসা ,আমার পেছনে যাদের অবদান আছে আমি শুধু বলতে চাই আমি আপনাদের এই ফতুল্লার অংশেই থাকবো কারণ এই ফতুল্রা আমার সাজানো বাগান আমি এই ফতুল্লার মানুষের পাশেই থাকতে চাই এই এলাকার উণ্নয়ন করতে চাই আমি আপনাদের দোয়া ভালবাসাতে এই আসন থেকে মনোনয়ন চাইবো আর এই আসন থেকেই নির্বাচনের ঘোষনা দিচ্ছি।
তবে তার এই আসন থেকেই নির্বাচনের ঘোষনা দিতেই সোনারগাাঁয়ের মান্নান কিছুটা স্বস্থি পেলেও চাপে আছে নারায়ণগঞ্জ ৪ আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। কারণ এই ফতুল্লাতে সবচেয়ে বেশি জনপ্রিয় গিয়াস উদ্দিন। আর সেই জনপ্রিয়তা কাজে লাগানোর জন্যই তার এমন সিদ্ধান্ত আর যেই সিদ্ধান্ত গিয়াস উদ্দিনের নেতাকর্মীদের মনোরল আরও বাড়িয়ে দিয়েছে। নেতাকর্মীরা মনে করছেন একমাত্র গিয়াস উদ্দিনই এই নারায়ণগঞ্জ ৪ আসনের একমাত্র কাণ্ডারী। তিনিই এই আসন থেকে মনোনয়ন পাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচনে অংশগ্রন করবেন।