Logo
Logo
×

রাজনীতি

রূপগঞ্জ-আড়াইহাজারে নির্বাচনী প্রতিযোগিতায় নীরবতা

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

রূপগঞ্জ-আড়াইহাজারে নির্বাচনী  প্রতিযোগিতায় নীরবতা

রূপগঞ্জ-আড়াইহাজারে নির্বাচনী প্রতিযোগিতায় নীরবতা

Swapno

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিন আসনেই চলছে নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিএনপির প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগীতা চলমান রয়েছে। সেই দিক থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ),নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এই দুটি আসনেই রয়েছে বিএনপির প্রার্থীদের প্রতিযোগীতায় নীরবতা।

সূত্র বলছে, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ হোসেন টুটুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন। তবে নারায়ণগঞ্জ-১ আসনে হেভীওয়েট বিএনপির প্রার্থী হচ্ছে কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান দিপু তাদের মধ্যে তীব্র প্রতিযোগীতা থাকলেও নির্বাচন কেন্দ্রীক তেমন প্রতিযোগীতা দেখা যাচ্ছে না। তাদের বিভিন্ন সময় দেখা যায় নেতৃত্বের প্রতিযোগীতায় মেতে উঠতে। এরমধ্যে দেখা যাচ্ছে প্রায়ই দিপু ব্লকের সমর্থকরা বিভিন্ন ভাবে কাজী মনিরুজ্জামান গ্রুপকে ঘায়েল করার জন্য মেতে উঠতে দেখা যাচ্ছে। তবে এরমধ্যে নয়া দুই প্রার্থী শরীফ হোসেন টুটুল, দুলাল হোসেন নিজেদেরকে পরিচিতি করে তুলতে বিভিন্ন পস্থায় প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। যার ফলে নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রতিযোগীতা অনেকটা নীরব।  নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর,বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আড়াইহাজারে বিএনপির রাজনীতিতে একক আধিপত্য রয়েছে নজরুল ইসলাম আজাদের। সেখানে তার প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আঙ্গুর,মাহমুদুর রহমান সুমন নির্বাচনী প্রতিযোগীতায় টিকে থাকলেও আজাদের সাথে প্রতিযোগীতায় টিকছে না। তাছাড়া আজাদের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে আঙ্গুর-সুমনের সমর্থকরা তাদের সঙ্গ ত্যাগ করে আজাদ বলয়ে যোগ দিচ্ছেন। সেই সাথে আজাদ নির্বাচনী প্রতিযোগীতায় ডায়নামিক এবং নয়া পরিকল্পনা,নয়া আঙ্গিকে জনগণের দ্বারপ্রান্তে গিয়ে নির্বাচনী কথা বলছেন আজাদ। যার ফলে নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রতিযোগীতা অনেকটা নীরব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন