Logo
Logo
×

রাজনীতি

প্রচারণায় নামছে সবদলের প্রার্থী

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রচারণায় নামছে সবদলের প্রার্থী

প্রচারণায় নামছে সবদলের প্রার্থী

Swapno

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা। একই সাথে আগামী নির্বাচনকে ঘিরে নানা সমীকরণ কষতে শুরু করেছেন ভোটার ও মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে সম্ভাব্য এমপি প্রার্থীরা। ২০২৪ সনের ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের সাথে এমপিদের পতন ঘটে। তাদের পতন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান পলাতক রয়েছে। আওয়ামী লীগের দলীয় নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ নির্বাচনে তারা আসতে পারবে না ধরে নিয়ে অন্যান্য দলের এমপি প্রার্থীরা ভোটের মাঠে প্রচারনায় নেমেছেন। বিশেষ করে গতবছরের ৫ আগষ্টের পর থেকে ফতুল্লার নানা সমস্যাা নিয়ে কাজ করে যাচ্ছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। আরেক দিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাশীর পাশা পাশি নিজেদের দলীয় কর্মসূচির সাথে সম্ভাব্য এমপি প্রার্থীরা সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন।  

এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনের অন্যতম জনবহুল ও শিল্পসমৃদ্ধ এলাকা হলো ফতুল্লা এলাকাটি। এটি শুধু শিল্পাঞ্চল নয় ঐতিহাসিক ঐতিহ্য, ভৌগলিক অবস্থান এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ফতুল্লা এখন জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ এক নাম। ফতুল্লা ঢাকার লাগোয়া হওয়ায় রাজধানীর শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে অন্যতম প্রধান সাপোর্টিং জোন হিসেবে বিবেচিত। সড়ক ও নদীপথ উভয় যোগাযোগ ব্যবস্থা থাকায় ফতুল্লা সহজেই নারায়ণগঞ্জ শহর, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত। বর্তমানে ফতুল্লা বাংলাদেশের অন্যতম শিল্প ও গার্মেন্টস হাব হিসেবে পরিচিত। দেশের রাজস্ব খ্যাতে অগ্রনী ভুমিকা রেখে ফতুল্লার অর্থনীতি অঞ্চল। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় এলাকাটির রাজনৈতিক গুরুত্বও অনেক বেশি। ঢাকার অন্যতম প্রবেশপথ সাইনবোর্ড ও পাগলা ফতুল্লা এলাকায় অবস্থিত। বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই এলাকা দুটি বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছে সবসময়ই।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে পারেন, আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে একাধিক প্রার্থী মাঠে রয়েছে, তার মাঝে অন্যতম আলোচনায় আছেন ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী শাহ্ আলম। সক্রিয় আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এছাড়া আসনটিতে প্রতিদ্বন্দ্বীতা করতে চান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসেন কাসেমী। তিনি বিএনপির জোট থেকে ২০১৮ সনে পলাতক সাবেক এমপি শামীম ওসমানের সাথে নির্বাচন করে পরাজীত হন। তাছাড়া আসনটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন আব্দুল্লাহ আল আমিন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসন চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে আব্দুল জব্বারকে। তিনি সামাজিক, নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন। এ ছাড়াও নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক করছেন এ নেতা। সেই সাথে ফতুল্লার প্রতিটি এলাকায় গিয়ে মানুষের নানা সমস্যা কথা শুনে তা সমাধানে চেষ্টা করে যাচ্ছেন। তাছাড়া জুলাই আন্দোলনে নিহত প্রতিটি পরিবারের পাশে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। ত্রয়োদশ নির্বাচনে তাকে হেভিওয়েট প্রার্থী মনে করে অন্য প্রার্থীরা প্রচারনায় রয়েছেন।

 তথ্যমতে,  আসন পুনর্বিন্যাসের চুড়ান্ত তালিকা প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন শাহ্ আলম। ২০০৮ সালে এ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অভিনেত্রি প্রয়াত কবরীর কাছে হেরে যান। সেই হিসেবে ফতুল্লার নির্বাচনী এলাকা গুলোতে তার পরিচিতি রয়েছে। ফতুল্লা অঞ্চলের বাসিন্দা হওয়ায় মানুষের সমস্যা নিয়ে তিনি আগে থেকে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে প্রার্থী হতে জানান দিয়ে তিনি মাঠে নেমে প্রচারনায় চালাচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন মামুন মাহমুদ। ২০১৮ সালের নির্বাচনে জেলার পাঁচটি আসনে নির্বাচনী প্রচার প্ররণায় দায়িত্বে ছিলেন তিনি। আগামী নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন চান। নারায়ণগঞ্জ-৪ আসনে আলোচনায় আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। রাজীব তোলারাম কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচিত ভিপি ছিলেন। দলের ভেতরে ও বাইরে তরুণ এই নেতা আলোচনায় রয়েছে জেলাজুড়ে। পাঁচ আগষ্টের পর থেকে কোন বিতর্ক ছুঁতে পারেনি এই তরুণ বিএনপি নেতাকে। তাছাড়া ফতুল্লার জলাবদ্ধতা সমস্যা সমাধানে তিনি নিজের চোখে দেখে মানুষের সাথে কথা বরে তা সমাধান করার আশ্বাস দিয়েছে।

২০১৮ সালের নির্বাচনের বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচন করেছিলেন মনির হোসাইন কাসেমী। সেসময় কেন্দ্রগুলোতে এজেন্টও দিতে পারেননি এই প্রার্থী। আগামী নির্বাচনে এ আসন থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মনির হোসেন কাসেমী। তিনি আাগামী নির্বাচনে বিএনপির জোট থেকে প্রার্থী হতে পারেন বলে জানান দিচ্ছেন। সেই হিসেবে ভোটের মাঠে সমীকরনে ফতুল্লার সন্তান হিসেবে আলোচনায় রয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন আব্দুল্লাহ আল আমিন। নবগঠিত এ দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তিনি।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিগত সকল নির্বাচনে যারা ছিলেন নির্বাচিতঃ নারায়ণগঞ্জ-৪ আসটিতে ঐতিহাসিক ভাবে বিএনপির শক্তিশালী অবস্থান ছিল। আওয়ামী লীগেরও এ আসনে একাধিক জয় রয়েছে। ১৯৮৬ সালে প্রথমবারের মত আসনটিতে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির আবদুস সাত্তার। ১৯৯১ সালে বিএনপির সিরাজুল ইসলাম এই আসনে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপির এমপি নির্বাচিত হন মোহাম্মদ আলী। ১৯৯৬ সালের জুন মাসে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন শামীম ওসমান। ২০০১ সালে শামীম ওসমানকে হারিয়ে আসনটিতে বিজয়ী হন বিএনপির প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী সারাহ্ বেগম কবরী সারোয়ার এ আসনটি পুনরুদ্ধার করে বিজয় লাভ করেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনটি বিতর্কিত নির্বাচনে এ আসন থেকে এমপি হন শামীম ওসমান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে নানা হিসেব নিকেশ কষতে শুরু করেছেন ভোটাররা। দীর্ঘদিন ভোট দিতে না পারায় আগামী নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ। বিশেষ করে তরুণ ভোটারদের যারা এখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা ভোট দিতে মুখিয়ে আছেন। নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও সংঘাত এড়াতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান তাদের।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন