ভারত থেকে আওয়ামী লীগের পক্ষে আজমেরীর ভিডিও কলে নির্দেশনা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
-copy-68c94e68e7990.jpg)
ভারত থেকে আওয়ামী লীগের পক্ষে আজমেরীর ভিডিও কলে নির্দেশনা
নারায়ণগঞ্জে আওয়ামীলীগের পক্ষে পতীত ওসমানীয় সাম্্রাজ্যের ধারক বাহকদের ফের আস্ফালন দেখাতে নারায়ণগঞ্জে গোপন বৈঠকের পরিকল্পনা এবং ভারত থেকে ভিডিও কলে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাতিজা এবং কুখ্যাত সন্ত্রাসী আজমেরী ওসমান প্রকাশ্যে ভিডিও কলের মাধ্যমে তার সন্ত্রাসী বাহিনীদের নির্দেশনা দিচ্ছেন আওয়ামীলীগের পক্ষে পোস্টারিং,ঝটিকা মিছিল এবং আন্দোলনের নামে নারায়ণগঞ্জ জুড়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন। তারই অংশ হিসেবে বেশকয়েকদিন আগে সেলিম ওসমানের ফ্যাক্টরীতে আওয়ামীলীগের পক্ষে গুপ্ত রাজনীতির সূচনা করতে গোপন বৈঠকের আয়োজন করেছিলেন। অপরদিকে আজমেরী ওসমান ভিডিও কলের মাধ্যমে তার সন্ত্রাসী বাহিনীদের নির্দেশনা দিচ্ছেন আওয়ামীলীগের পক্ষে আন্দোলনের নামে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল। আওয়ামীলীগ সরকারের পতনের পর ওসমানদের আওয়ামীলীগের পক্ষে ফের সক্রিয়তা নারায়ণগঞ্জ জুড়ে ভীতি সৃষ্টি হচ্ছে।
সূত্র বলছে, ২০২৪ সালের ১৯ জুলাই পুরো ওসমান পরিবার প্রকাশ্যে শহরের বঙ্গবন্ধু সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলি চালায়। সেখানে শামীম ওসমান,অয়ন ওসমানসহ আওয়ামীলীগ নেতাদের দেখা যায় ছাত্র জনতার উপরে প্রকাশ্যে গুলি ছুড়তে। তবে সেদিন আজমেরী ওসমানও তাদের সাথে যোগ দিতে তার কলেক রোডের বাসা থেকে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিশাল অস্ত্রের ভান্ডার নিয়ে উকিলপাড়া গলাচিপা এলাকা দিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে পিছু হাঁটতে বাধ্য হন। সেদিন থেকে তিনি নারায়ণগঞ্জ থেকে লাপাত্তা ছিলেন। পরবর্তীতে আওয়ামীলীগের পতনের পর দীর্ঘ কয়েক মাস পরে তাকে কানাই বাবুর বারে খোশ গল্পের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এছাড়া কলকাতার নিউ মার্কেট এলাকায় প্রায়ই আজমেরীসহ ঢাকার যুবলীগের ক্যাডার কেসিনো সম্্রাট ইসমাইল হোসেন সম্রাটকে প্রায়ই একসাথে দেখা যেত। কিন্তু আওয়ামীলীগের পতনের পর শেখ হাসিনাতে আস্থা শহরজুড়ে পোস্টারিং করে ফের আলোচনায় আসে আজমেরী ওসমান। পরবর্তী একাধিকবার শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন ব্যানারে আজমেরীর নির্দেশে তার সমর্থকরা একাধিকবার ঝটিকা মিছিল করেন। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর ভিডিও কলে প্রকাশ্যে তাদের সমর্থকদের সাথে কথোপথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর এই কথোপথনের ভিডিও ভাইরালের পরই রাতেই তার ফেইসবুক পেইজ থেকে একটি পোস্টার পোস্ট করা হয় নির্ভয়ে মাঠে নামুন জনগণ আওয়ামীলীগের সাথে আছে। তবে এই পোস্টারের মাধ্যমে সহজেই অনুমেয় করা যাচ্ছে আজমেরী ভিডিও কলে এসে তার সমর্থকদের সাথে কি মতবিনিময় হচ্ছে নিশ্চয়ই তিনি বর্তমানে চলমান আওয়ামীলীগের গুপ্ত রাজনীতির অংশ হিসেবে তার সমর্থকদের নির্দেশনা দিচ্ছেন আওয়ামীলীগের পক্ষে পোস্টারিং,ঝটিকা মিছিল এবং আন্দোলনের নামে নারায়ণগঞ্জ জুড়ে অরাজকতা সৃষ্টি করে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করা।