Logo
Logo
×

রাজনীতি

বিএনপি জোট থেকে মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নেবেননা মনির কাসেমী!

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

বিএনপি জোট থেকে মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নেবেননা মনির কাসেমী!

বিএনপি জোট থেকে মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নেবেননা মনির কাসেমী!

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসন ঘিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যুদ্ধ চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহী রয়েছেন একাধিক হেভিওয়েট নেতা। তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহআলম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তবে এসব প্রার্থীর পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। এ কারণে এবারও তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


তবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে যদি বিএনপি এবার তাকে জোট থেকে মনোনয়ন না দেয়, তবে কি তিনি নিজ দলের প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন? এই প্রশ্নের জবাবে যুগের চিন্তার সঙ্গে আলাপচারিতায় মুফতি মনির হোসেন কাসেমী স্পষ্ট করে বলেন, “বিএনপি যদি জোট থেকে আমাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি নির্বাচনে অংশ নেব না। তবে আমি আশাবাদী বিএনপি এবারও আমাকে মনোনয়ন দিবে।তবে মনোনয়ন না পেলে   যে প্রার্থীকে যোগ্য মনে হবে, তাকে সমর্থন করব।”

মনির কাসেমীর এই ঘোষণায় স্পষ্ট যে তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে কোনো রাজনৈতিক অবস্থান নিতে চান না। এতে তার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ারের চেয়ে জোটের ঐক্য ও অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত মেলে।
একই সঙ্গে এ বক্তব্য বিএনপি প্রার্থীদের মধ্যকার প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। কারণ, এতে বোঝা যাচ্ছে মনির কাসেমী একদিকে বিএনপি জোটের প্রতি অনুগত, অন্যদিকে জোটের বাইরে গিয়ে ভোট ভাঙার কোনো পদক্ষেপ নেবেন না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এই সিদ্ধান্ত বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। কারণ অতীতে জোটের ভেতরে একাধিক প্রার্থী থাকায় বিভক্ত ভোটের কারণে বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার মনির কাসেমী সরে দাঁড়ালে বিএনপির মনোনীত প্রার্থীর জন্য মাঠ অনেকটাই সহজ হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন