Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে  জিহাদ ঘোষণা করবো

না.গঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী

Swapno

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। যুগের চিন্তার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচিত হলে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করবেন। সাক্ষাৎকারে কাসেমী বলেন, “এই আসনে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। আমি ইতিমধ্যে সাহিল গ্রুপের সঙ্গে যে আলোচিত মাদক স্পটটি ছিল, সেটা একেবারে উঠিয়ে  দিয়েছি। যদি আমি এবার নির্বাচিত হই, তাহলে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব।

কাসেমী তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও আন্দোলনকালীন ভূমিকা তুলে ধরে বলেন, দীর্ঘ আন্দোলনের সময় ঢাকায় তিনি আন্দোলনকারীদের অভিভাবক হিসেবে কাজ করেছেন এবং নারায়ণগঞ্জের নেতৃবৃন্দদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছেন। তিনি দাবি করেন যে, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে তার সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল এবং সেই ভূমিকার ফলেও তাকে বিভিন্ন সময় হয়রানির ও হামলা-মামলার শিকার হতে হয়েছে। এ প্রসঙ্গে তার বর্ণনা অনুযায়ী, তিন বছর তিনি আটক ছিলেন যার কারণে অনেকে তার কাছে অভিযোগ নেই ভাবতে পারেন, তবে তিনি বলেন তিনি চেষ্টা করেছেন সবার সাথে যোগাযোগ রাখার।

বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন বিষয়ে কাসেমী সাক্ষাৎকারে জানান, “এর পূর্বেও বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিলো। আমি প্রত্যাশা করি এবারও বিএনপি আমাকে মনোনয়ন দিবে; তবে যদি আমাকে জোট থেকে মনোনয়ন না দেয়, তাহলে আমি নির্বাচন করব না। যেকোন উপযুক্ত প্রার্থীকে আমি সমর্থন দিব।”— তিনি জানিয়েছেন যে সিদ্ধান্তটা ক্ষেত্রে তিনি দলের জোটবদ্ধ কৌশ্যকেই বেশি গুরুত্ব দেবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন