Logo
Logo
×

রাজনীতি

২৪ ঘন্টা অন্ধকারে তিন ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

২৪ ঘন্টা অন্ধকারে তিন ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ

২৪ ঘন্টা অন্ধকারে তিন ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ

Swapno
# বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কর্মচারীদের কর্মবিরতি # জনগণকে ভোগান্তিতে রেখে আন্দোলন প্রশ্নবিদ্ধ নারায়ণগঞ্জ সদর উপজেলরা আলীরটেক-বক্তাবলী ইউনিয়নসহ মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত বির্দ্যুৎ বন্ধ ছিল। গত ৩১ অগাস্ট থেকে ৪ চার দফা দাবিতে পাঁচ দি কর্মসূচি পালন করে পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন। তিন ইউনিয়নের একাধিক ব্যক্তি অভিযোগ তুলে জানান, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীদের দেয়া ৪৫ দফা দাবী না মানায় তারা বৃহস্পতিবার সকাল থেকে তিন ইউনিয়নের ৩০টিরও বেশি গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখে। এতে করে কয়েক লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েন । এমনকি জীবন যাপনে মানুষ কষ্টে পড়ে যায়। বিশেষ করে ব্যাটারি চালিত পরিবহন অটো ইজিবাইক, মিশুক চালকরা কাজে বের হতে পারে নাই। এতে করে প্রতিটি পরিবারে ভোগান্তিতে পড়েন। এদিকে আলীরটেক বক্তাবলী বালুচুর তিনিট ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। যা পরের দিন দিবাগদ রাতের ৪ টার দিকে আসে। কোন ধরনের ঘোষনা ছাড়া তারা বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। অথচ অন্যান্য সময় সারাদিন বিদ্যুৎ না থাকলে এলাকার মসজিদের মাধ্যমে তারা জানিয়ে দেন। কিন্তু ওই দিন কোন কিছু জানানো হয় নাই। বিদ্যুৎ না থাকার কারনে বৃহস্পতিবার সন্ধা থেকে এই তিন ইউনিয়নের ৩০ টিরও বেশি গ্রাম অন্ধ হয়ে যায়। এতে করে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়ে। সারাদিন বিদ্যুৎ না থাকায় মানুষের বাড়ির পানির টাংকিতে পানিতে উঠাতে না পাড়ায় নামাজ,রান্না করতে পানি সংকটে পড়তে হয়। অনেক পরিবারকে বাহির থেকে খাবার কিনে খেতে হয়। বক্তাবলীর সন্তান ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী ক্ষোভ প্রকাশ বলেন, সারাদেশে পল্লী বিদ্যুৎ শ্রমিকদের বিদ্যুৎ বন্ধ করে আন্দোলন করা কতটুকু যুক্তিযুক্ত। ডালিম আহম্মেদ বলেন, জনগণকে ভোগান্তিতে রেখে আন্দোলনে আমাদের দেশেই সম্ভব। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান। আলীরটেক এলাকার একাধিক ভুক্তভোগি জানান, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের কর্মকান্ডে ধিক্কার জানাই। কেননা জনগণের ট্যাক্সের পয়সায় তারা বেতন পায়। অথচ জনগনকে ভোগান্তিতে রেখে তারা আন্দোলন করছে যা কোন ভাবেই কাম্য হতে পারে না। কোন মানুষ অপর মানুষকে কস্ট রেখে আন্দোলন করা সৃষ্টি কর্তাও পছন্দ করেন নাই। আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা বিদ্যুৎ লাইন বন্ধ রেখে মানুষকে কষ্ট দিচ্ছে তাদেরকেও এজন্য কষ্ট পোহাতে হবে। অটোচালক সেলিম বলেন, বিদ্যুৎ অফিসের কর্মচারীরা মানুষকে ভোগান্তি রেখে কর্মবিরতিতে রয়েছে। তাদের কারনে আমাদের এলাকার ব্যাটারি চালিত পেশা জীবি পরিবারে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাছাড়া অটো ইজিবাইক চালকরা তাদের ব্যাটারি চালিত পরবিহন চার্জ দিতে না পাড়ায় গতকাল দিনে কাজে বের হতে পারে নাই। আর এতে করে দিন এনে দিনে খাওয়া পরিবার গুলোতে ভোগান্তি পোহাতে হয়েছে। সুমি আক্তার নামে এক গৃহিনী জানান, বিদ্যুৎ অফিসে লোকের বিদ্যুৎ লাইন বন্ধ করে রাখায় টাংকিতে পানি উঠাতে পারি নাই। তাছাড়া গরমের কারনে বিদ্যুৎ না থাকায় শিশু বাচ্চারা ঘুমাতে না পেড়ে ছটফট করেছে। ভোগান্তির জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মচারী সজিব মিয়া জানান, মুন্সিগঞ্জ জাজিরা কোল্প স্টোর এলাকায় বিদ্যুৎের খুুিট ভেঙে যাওয়ায় তা মেরামতের কারনে আলীরটেক বক্তাবলী-বালুচর এলাকায় বিদ্যুৎ ছিল না। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বিদ্যুৎ অফিসের যেন কোন ক্ষয়ক্ষতি না হয় নিরাপত্তার জন্য সদর থানা থেকে পুলিশ এনে মোতায়েন করে রাখা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন