Logo
Logo
×

রাজনীতি

নেতার ঘোষণায় কর্মীদের স্বস্তি

Icon

সাইমুন ইসলাম

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

নেতার ঘোষণায়  কর্মীদের স্বস্তি

নেতার ঘোষণায় কর্মীদের স্বস্তি

Swapno

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনেই নির্বাচন করার ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন। এ সময় তিনি আরও বলেন, ফতুল্লাকে প্রতিকূল অবস্থা থেকে অনুকূলে এনেছি কারো কাছে বর্গা দেওয়ার জন্য নয়।  সোমবার ৮ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এক চা-আড্ডায় অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিটি নির্বাচনের আগেই ভোটার সংখ্যা ও ভৌগলিক অবস্থার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হয়। তবে যেভাবেই আসন ভাগ হোক না কেন, তিনি ফতুল্লার অংশেই থাকবেন।


তিনি আরও বলেন, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আলীরটেক, গোগনগরসহ সবার সঙ্গে আমি সুসম্পর্ক গড়ে তুলেছি। যাদের কাছে আমার ভালোবাসা আছে এবং যারা আমাকে ভালোবাসেন আমি সবসময় তাদের সঙ্গেই থাকবো। এটা শুধু দেখানোর জন্য বলা নয়, আমার অন্তরের কথা।


সহকর্মীদের উদ্দেশে গিয়াসউদ্দিন বলেন, আমার সহকর্মীদের ঈমানের ঘাটতি প্রায়ই লক্ষ্য করি, যা আমাকে দুঃখ দেয়। এত ভালোবাসা ছেড়ে অন্যত্র যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেভাবেই আসন ভাগ হোক না কেন, আমি ফতুল্লার অংশেই থাকবো।


তার এই ঘোষণার পর ফতুল্লায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। এর আগে আসন পুনর্বিন্যাসের সময় সিদ্ধিরগঞ্জকে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করায় অনেকে মনে করেছিলেন, গিয়াসউদ্দিন হয়তো সোনারগাঁ থেকে প্রার্থী হতে পারেন। তবে তার স্পষ্ট ঘোষণায় ফতুল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


এব্যাপারে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন, গিয়াসউদ্দিন ভাই সবসময় জনগণের সঙ্গে ছিলেন। আজকের ঘোষণায় কর্মীদের মনে যে দোলাচল ছিল তা কেটে গেছে। আমরা আগের চেয়ে আরও সংগঠিত হবো।


কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন বলেন, আমরা চাই গিয়াসউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আবারো ফতুল্লা থেকে বিএনপি বিজয়ী হোক। তার এই ঘোষণায় আমরা দারুণ অনুপ্রাণিত।


কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন বলেন, ফতুল্লার রাজনীতিতে গিয়াসউদ্দিনের অবদান অসামান্য। তিনি যেভাবে নেতাকর্মীদের পাশে থেকেছেন, তা অন্য কারও পক্ষে সম্ভব নয়। এবারও আমরা তার সঙ্গেই থাকবো।


এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন যুগের চিন্তাকে বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে নেতাকর্মীরা স্পষ্ট বার্তা পেয়েছে যে গিয়াসউদ্দিন ভাই ফতুল্লা নিয়েই কাজ করবেন। এটা আমাদের জন্য শক্তি ও আত্মবিশ্বাসের জায়গা।


গিয়াসউদ্দিনের এ ঘোষনায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। তার নেতাকর্মীরা নতুনভাবে যেন প্রাণ ফিরে পেয়েছে।এবার দেখার বিষয় গিয়াস উদ্দিন আসলে কোন আসন থেকে মনোনয়ন পান।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন