আওয়ামী ঘনিষ্ঠদের নিয়ে বক্তাবলী বিএনপির কমিটি করায় অসন্তোষ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আওয়ামী ঘনিষ্ঠদের নিয়ে বক্তাবলী বিএনপির কমিটি করায় অসন্তোষ
ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপি'র সদ্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলীয় অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও ক্ষোভ। অভিযোগ উঠেছে, দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে তৃণমূলের নেতাকর্মীদের সম্পূর্ণ অবহিত না করেই রাতারাতি এই কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন বিতর্কিত ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা।
বিশেষ করে কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির,যুগ্ম সম্পাদক দিদার ও সদস্য আলামিন ইকবালকে ঘিরে ক্ষোভের কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বলছে, নজরুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছেন এবং দলে সক্রিয় অংশগ্রহণের চেয়ে ব্যক্তিগত ব্যবসা ও আত্মগোপনের রেকর্ডই বেশি।
তিনি দলে সংকটকালে পাশে না থেকে বিদেশে ব্যবসায়িক কর্মকাণ্ডে মত্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগ আছে। জানা যায়, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরসহ একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে তার সখ্যতা দীর্ঘদিনের।
যুগ্ম সম্পাদক দিদার সম্পর্কে অভিযোগ আরও গুরুতর। তিনি সরাসরি আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। তাছাড়া, কমিটির আরেক সদস্য আল-আমিন ইকবালকে নিয়েও বিতর্ক থেমে নেই। তার বিরুদ্ধে শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার শাহ নিজামের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ও ছবি প্রকাশিত হয়েছে, যা দলীয় ভাবমূর্তির জন্য চরম বিব্রতকর বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
সবচেয়ে বিস্ময়কর দিক হলো এই কমিটিতে স্থান পাওয়া অনেকেই দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে ছিলেন, কেউ কেউ ব্যবসা, আবার কেউ বিদেশে অবস্থান করছিলেন। এমনকি কারো কারো বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের মতো ফৌজদারি অভিযোগও রয়েছে। এসব তথ্য সামনে আসার পর থেকে তৃণমূল পর্যায়ে ক্ষোভ চরমে পৌঁছেছে।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এটি একটি ‘পকেট কমিটি’, যা গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। তারা এই কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন এবং একটি স্বচ্ছ, গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটাই সুর—"দলে অনুপ্রবেশকারী, ব্যবসায়িক সুবিধাবাদী ও আওয়ামী ঘনিষ্ঠদের দিয়ে বিএনপি চলে না।"
এই বিষয়ে নবগঠিত বক্তাগুলি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান জানান, বিদেশে আমার ব্যবসা রয়েছে তবে আমি খুব বেশি সময়ের জন্য সেখানে থাকি না। বিগত দিনে আন্দোলন সংগ্রামী অত্যাধিক ভূমিকা ছিল আমার। রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম।
সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের সাথে কথা বললে তিনি জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের সাথে যে ছবিটি সেটি মূলত একটি সামাজিক অনুষ্ঠানের।এই ছবি দিয়ে আমার রাজনৈতিক ত্যাগকে ছোট করার কোন সুযোগ নেই।
তিনি আরো জানান,দিদার এবং আলামিন ইকবালকে ঘিরে যে বিতর্ক এটার জন্য থানা বিএনপির শীর্ষ নেতৃত্ব তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই বিষয়ে থানা কমিটির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবেন।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপি'র সভাপতি শহীদুল ইসলাম টিটু জানান, বক্তাবলী ইউনিয়ন বিএনপি কমিটি নিয়ে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক সম্পর্কে অবগত হয়ে তিনজনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি।
নোটিশের জবাব দেওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা এ কমিটি প্রসঙ্গে ক্ষোভ নিয়ে বলেন, আন্দোলন সংগ্রামে যারা বিএনপিকে টিকিয়ে রেখেছিল তাদের মাইনাস করে হাইব্রিড ও আওয়ামী লীগ দোসরদের সমন্বয়ে গঠিত এ কমিটি অবিলম্বে বাতিল করার আহ্বান জানান জেলার নেতৃবৃন্দ।


