Logo
Logo
×

রাজনীতি

কেন্দ্রের নজরদারিতে জেলা বিএনপির পদপ্রত্যাশীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

কেন্দ্রের নজরদারিতে জেলা বিএনপির পদপ্রত্যাশীরা

বিএনপি নেতৃবৃন্দ

Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর দ্রুত এ কমিটি গঠনের কাজ শুরু করেছে কেন্দ্র। ইতোমধ্যে পদপ্রত্যাশী একাধিক নেতার কেন্দ্রের নজরদারিতে রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক কমিটি গঠনে ত্যাগীদের ও ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপির হাইকমান্ড। যাকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে ঘিরে তৈরি হয়েছে সার্চ কমিটি। যারা বিগত আন্দোলন সংগ্রামে বিএনপির হয়ে ব্যাপক ভূমিকা পালন করেছেন ডজনে ডজনে মামলা-হামলার শিকার হয়েছেন।



এছাড়া সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো গত ৫ আগষ্টের পর যে নেতাকর্মী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোথাও ইমেজ সংকটে ফেলেনি এমই নেতা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত কমিটি। ইতিমধ্যে প্রকাশ না হলে ও বর্তমানে তদন্ত কমিটি জেলা বিএনপির কমিটিকে ঘিরে একটি ফরমেট তৈরি করেছেন। যেখানে আহ্বায়কের নাম না শোনা গেলে ও সদস্য সচিব হিসেবে নাম আলোচনায় রয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীবের। এদিকে শোনা যাচ্ছে সাবেক বিতর্কিত সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবার সভাপতির দায়িত্ব পেতে মরিয়া হয়ে উঠেছেন। তার নেতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মাধমে জোরদার লবিং করিযে যাচ্ছে।



এদিকে জেলা বিএনপির সাবেক যোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন। তার নেতৃত্বে নারায়গঞ্জ জেলা বিএনপি ছিলো গতিশীল সকল বাধা উপক্ষো করে দীর্ঘ ১৪ বছর পর সম্মেলনসহ ইউনিট কমিটির মাধ্যমে চমক এমনকি এ ছাড়া রাজধানীর ঢাকাসহ নারায়ণগঞ্জের সভা সমাবেশগুলোতে হেমিলিউনের বাঁশি ওয়ালার মতো ডাকে ডাকে লক্ষ লক্ষ লোকের সমাগম করতেন এই গিয়াস উদ্দিন। কিন্তু সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন গত ৫ আগস্টের পরই লুটপাটে মগ্ন হয়ে উঠেন যাকে ঠেকাতে সংগঠনটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন তাকে নানাভাবে চাপ প্রয়োগ করলে ঢাকায় বিএনপির সর্বশেষ পোগ্রামে খোকন জেলা বিএনপির ব্যানারের নিচে না এসে সংগঠনে একটি দ্বন্দ্ব লেগে ছিলো দিন। কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ লন্ডন পছন্দ পৌঁছে যাওয়ায় গোপন তদন্ত কমিটির মাধ্যমে দিন শেষে ভেঙে পরে কমিটি। যাকে ঘিরে বর্তমানে নয়া কমিটির চমক দেখতে চান নেতাকর্মীরা।



ইতিমধ্যে এর বাহিরে তদন্ত কমিটি সঠিক তদন্ত হলে ফের নয়া কমিটির শীর্ষ পদে আসতে পারে আলহাজ¦ মুহাম্দ গিয়াস উদ্দিন। অপর দিকে আরো আলোচনায় রয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহ্জ¦ কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদ, অপর দিকে সাধারণ সম্পাদক পদে আালোচিত রযেছেন, মাশুকুল ইসলাম রাজীব পরবর্তীতে বাকিদের মধ্যে সুপার ফাইভে থাকতে উৎফুল্ল রয়েছেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফসহ আরো বেশ কয়েকজন শেষ পর্যন্ত চমকের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে।




সূত্র বলছে, চলতি মাসেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ কিংবা ৭ সদস্য এর বেশি ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হওয়ার আশঙ্কা রয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান ও সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সমন্বয়ে গঠিত হতে পারে নতুন আহ্বায়ক কমিটি। নতুন কমিটিতে নবীন-প্রবীনদের নেতৃত্ব অগ্রাধিকার পাচ্ছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র। এদিকে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির শক্তিশালী কমিটি গঠন করতে সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তাদের সাথে পরামর্শ করেই অচীরেই নতুন কমিটি অনুমোদন দেয়া হবে এমনটাই জানিয়েছেন একটি নির্ভরযোগ্য সূত্র।



তা ছাড়া গত ২০২২ সালের (১৫ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন দায়িত্ব পাওয়ায় ইউনিট কমিটি থেকে শুরু করে ১৪ বছর পর কমিটির সম্মেলন ও জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তার ছায়া ছিলো সর্বপ্রধান। যাকে ঘিরে আবারো তার নেতৃত্বে জেলা বিএনপির দায়িত্ব হওয়ার আশঙ্কা দেখছেন নেতাকর্মীরা। তা ছাড়া সাধারণ সম্পাদক পদে ব্যাপক আলোচনায় রয়েছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। যাকে জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান পরবর্তীতে সুযোগ দেওয়ার কথা ব্যক্ত করেছিলেন।



বর্তমানে কেন্দ্রের নজরদারিতে রয়েছেন জেলা বিএনপির পদপ্রার্থীরা যাকে ঘিরে বোঝা যাচ্ছে শীগ্রই একটি বড় ধরনের চমক দেখতে পাবে নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা। এদিকে গত বছরের (২৪ ডিসেম্বর) হঠাৎ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের ধারণা নতুনরূপে আসছে জেলা কমিটি। দলের তৃণমূল কর্মীদের প্রত্যাশা, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন তাদের হাতেই নেতৃত্ব আসুক, যারা হবেন কর্মীবান্ধব। নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নে হাইকমান্ডের দিকে তাকিয়ে আছে তারা। আর গত ২৮ অক্টোবরের পর থেকেই যাদের ভূমিকা সব থেকে বেশি লক্ষ্য করা গেছে এদেরকে মূল্যায়ন করে জেলা বিএনপির কমিটি দেওয়া হতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন