পাঁচ মাসে না.গঞ্জ বিএনপির চার কমিটি বিলুপ্ত

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জ বিএনপির চার কমিটি বিলুপ্ত
বৈষম্যবিরোধী আন্দোলনের পরে ফাসিসস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পুরোদমে মাঠে আগেরচেয়ে উজ্জীবিত রয়েছেন। দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি স্থানীয়ভাবে সংগঠনের উদ্যোগে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছেন। তাছাড়া ২০২৪ সনের ৫ আগষ্টে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে রাজনীতির মাঠে দাপুটে অবস্থানে রয়েছে বিএনপি। তাদের সাথে পাল্লা দিয়ে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলগুলোও মাঠে রয়েছে। কিন্তু আওয়ামী লীগের পতন হওয়ার পরে নারায়ণগঞ্জ বিএনপির জেলা মহানগর ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্তের হিড়িক পড়েছে। সংগঠনকে ঢেলে সাজানোর জন্য হাই কমান্ডের আদেশে এসব কমিটি বিলুপ্ত করা হয়।
দলীয় সুত্রমতে জানা যায়, ২০২৪ সনের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রধলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি অধীনস্থ সব উপজেলা-থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত (১৭ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং অধীনস্থ সব ইউনিট কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ছাত্র দল কমিটির বিলুপ্তের মাস কয়েক পড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপির কেনদ্রীয় হাই কমান্ড। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান। ২০২৩ সনের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে শিগগিরই নতুন কমিটি হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই কমিটির বিলুপ্তির দুই সপ্তাহ না পেরুতেই নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত করা হযেছে। গতকাল ১ জানুয়ারি নতুন বছরের প্রথম লগ্নে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কৃষকদলের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। একই সঙ্গে অতিদ্রুত নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
জানাযায়, এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর ডা. শাহীন মিয়াকে আহ্বায়ক ও কায়সার রিফাতকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়। যা গতকাল বিলুপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগষ্টের পড়ে নারায়ণগঞ্চ জেলা মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের একাধিক কমিটি বিলুপ্ত করা হয়। স্থানীয় দলটির নেতারা মনে করেন কমিটি গঠন এবং বিলুপ্ত একটি সাংগঠনিক নিয়ম। কিন্তু একের পরে এক কমিটি বিলুপ্ত হওয়ায় দলের মাঝে যেমন নতুন নেতৃত্ব তৈরী হয় তেমনি দলের নেতাকর্মীরা রাজপথ থেকে দুরে সরে যায়। প্রথমে বিলুপ্ত করা হয় জেলা মহানগর ছাত্র দলের কমিটি। পরে ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। জেলা বিএনপি কমিটি বাতিলের পর এবার জেলা কৃষকদলের কমিটি বাতিল করা হলো। এ যেন কমিটি বিলুপ্তির হিড়িক পড়েছে। তাই রাজনৈতিক বোদ্ধমহল প্রশ্ন তুলেন এর পড়ে কোন কমিটি বিলুপ্ত হবে।