নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৭ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৭ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ঐক্যবদ্ধ ৩৬ জুলাইয়ের উদ্যোগে দিলশাদ আফরিনের নেতৃত্বে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অপ্রতিষ্ঠানিক ট্রেডের ৭ দিনের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (১৮ জানুয়ারী) বিকাল ৩ টায় সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ডের জালকুড়ি তালতলা এলাকায় প্রশিক্ষণ কোর্সের পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্ন্য়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, সহকারি পরিচালক মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সংগঠনের সভাপতি মাসুদ ভুইয়া। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল মাতুব্বর,মুশফিকুর রহমান আজাদ হোসেনসহ প্রমুখ।


