Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চোর আখ্যা দিয়ে পিটুনিতে যুবকের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

বন্দরে চোর আখ্যা দিয়ে পিটুনিতে যুবকের মৃত্যু

বন্দরে চোর আখ্যা দিয়ে পিটুনিতে যুবকের মৃত্যু

Swapno



বন্দরে চোর আখ্যা  দিয়ে পারভেজ (৩০)  নামে এক যুবককে রাতভর অমানবিক নির্যাতন পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ দোসর  এম এ রশীদের সন্ত্রাসী  ভাই মেজবাউদ্দিনসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসও এলাকার মৃত তারা মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরীস্থ বুলবুল মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।


সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় বন্দর থানার সোনাচড়াস্থ  মেসবাহউদ্দিন ওরফে মেসের মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন শেষে ঘাতক মেসবাহউদ্দিনের বারান্দা থেকে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


এলাকাবাসী তথ্যসূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বন্দর থানা আওয়ামীলীগের  সভাপতি ও ওসমান পরিবারের দোসর এম এ রশীদের সন্ত্রাসী ভাই মেসবাহউদ্দিন ওরফে মেসের ও তার অনুসারীেদর সাথে নিয়ে পারভেজ নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে তুলে নিয়ে তার বাড়িতে আনে। পরে সেখানে রাতভর উল্লেখিত যুবককে অমানবিকভাবে পিটিয়ে হত্যা নিশ্চিত করে লাশ সন্ত্রাসী মেসবাহউদ্দিনের বাড়ি  বারান্দায়  ফেলে রেখে পালিয়ে যায়।


পুলিশ মেসবাহউদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পাঠায়।
নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ চোর না, সে নির্মাণ শ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান।


এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী হত্যাকান্ডের ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন