মাছের খামার দখলে ছাত্রদল নেতার গুলিবর্ষণ, আতঙ্ক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
মাছের খামার দখলে ছাত্রদল নেতার গুলিবর্ষণ, আতঙ্ক
রূপগঞ্জে একটি মাছের খামার দখলে নিতে ছাত্রদল নেতার নেতৃত্বে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মাসুম বিল্লাহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ দুই থেকে তিনশ লোক নিয়ে পাড়াগাঁও এলাকায় অবস্থিত শাহাদাত হোসেন সেলিম নামের এক মাছচাষির খামার দখলে নিতে আসেন। এ সময় তারা প্রায় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হতে সাহস পাননি। পরে দখলকারীরা খামারের কর্মচারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়ে খামারটি দখলে নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে গুলির খোসা উদ্ধার করে।
মাছচাষী শাহাদাত হোসেন সেলিম বলেন, মাসুম বিল্লাহ বেশ কিছুদিন ধরে আমার খামার দখলের হুমকি দিচ্ছিলেন। সোমবার রাতে তিনি তার লোকজন নিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালান। এতে খামারের কেয়ারটেকার আতঙ্কে পালিয়ে যান। এখন খামারটি তাদের দখলে। ভয় পাচ্ছি, থানায় অভিযোগ করব কি না বুঝতে পারছি না।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মাসুম বিল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এসএমএস দেওয়া হলেও কোন উত্তর দেয়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গুলিবর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


