Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ডাবপাড়াকে কেন্দ্র করে

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Swapno

গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাব্দী এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক আলাব্দী এলাকার মৃত জাহের আলীর ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র ছোট ভাই ওমর ফারুক খোকার সঙ্গে বড় ভাই আক্তার হোসেন ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ার একপর্যায়ে বড় ভাই আক্তার হোসেনের ছুরিকাঘাতে ছোট ভাই খোকা গুরুতর আহত হয়। এসময় পরিবারের লোকজন আহত খোকাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে এঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পারি। ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বড় ভাই আক্তার হোসেন। তাকে আটক করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে। ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বড় ভাই আক্তার হোসেনকে আটক করার জন্য পুলিশি অভিযান চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন