জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতের পরিবার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতের পরিবার
নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক দিলশাদ আফরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবার।
গত রোববার (২৩ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক দিলশাদ আফরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে জেলা প্রশাসক স্মারকলিপি দিলে জেলা প্রশাসক মো. রায়হান কবির সেই স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবার এখানে উপস্থিত ছিলেন, শহীদ আবুল হোসেন মিজির মা সহ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম জুলাই যোদ্ধা ও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হত্যা মামলার প্রধান সাক্ষী রাহাত হোসেন,আহত মেহেদী, আহত সানজিদা, আহত সিরাজুল ইসলাম,আহত জুম্মান, আহত রতন,বাবু, নূর মোহাম্মদসহ অনেকেই।


