কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর কর্মচারী কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর কর্মচারী কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর কর্মচারী কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর ২০২৫) অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের (২০২৫-২০২৭) জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মো. আসাদুজ্জামান খান, এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনাব মো.হানিফ মিয়া। কর অঞ্চল -নারায়নঞ্জ কর কর্মচারী কল্যান অ্যাসোসিয়েশন নির্বাহী পরিচালনা কমিটির ২০২৪ এর আহবায়ক আলহাজ্ব লোকমান আহমেদ ও সদস্য সচিব গুরু সদয় ঘোষ এর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন হয়।
এ ছাড়াও ১ নং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মো.আবুল কালাম আজাদ,২ নং সহ-সভাপতি মনিরুজ্জামান সিদ্দিকী, ৩ নং সহ- সভাপতি মিনারুল দাড়িয়া, ৪ নং সহ-সভাপতি মেহেদী হাসান মেরাজ। সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক -০১ জনাব খন্দকার মহসীন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক -০২ জনাব রাজিব সুলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক -০৩ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মনসুর আহমেদ, সহ কোষাধ্যক্ষ হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মোঃ রাশেদুল হক,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা নজরুল ইসলাম রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এহসানুল করিম নুহিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, মহিলা সম্পাদক খাদিজা আক্তার, সহ-মহিলা সম্পাদক রিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য ১ মোঃ রাসেল হোসেন, কার্যনির্বাহী সদস্য ২ রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য ০৩ জাহিদুল ইসলাম পারভেজ, কার্যনির্বাহী সদস্য ০৪ মোঃ হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য ০৫ মোঃ কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য ০৬ মোঃ আবু রায়হান।
এ ছাড়াও এ কমিটিতে স্থায়ী উপদেষ্টা পরিষদ এ প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জনাব আলহাজ্ব লোকমান আহমেদ, আরও রয়েছেন আনোয়ার হোসেন, শাহজাদা ভূঁইয়া, অরুন চন্দ্র মজুমদার, জাহাঙ্গীর আলম। কার্যকরী উপদেষ্টা পরিষদে রয়েছেন কাজি মো. আমির হোসেন (প্রধান উপদেষ্টা), গুরু সদয় ঘোষ, মোঃ ফিরোজ খান, শোয়েব উদ্দিন চৌধুরী, রহমত উল্লাহ, বিশ্বজিৎ সরকার, মুকবিল হোসেন। মোট ২৫ সদস্যের এই নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। সভাপতি ও সম্পাদকসহ পুরো কমিটি কর কর্মচারীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।