নিটিং ওনার্স নির্বাচনে ২৫ সদস্যদের ভোট স্থগিত

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

নিটিং ওনার্স নির্বাচনে ২৫ সদস্যদের ভোট স্থগিত
বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেওএ) আসন্ন নির্বাচনে সম্মিলিত নিট ঐক্য পরিষদ ও নিট ঐক্য ফোরাম প্যানেলের প্রার্থীরা প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। একই সাথে নিজেদের নানা প্রতিশ্রুতি নিটিং ব্যবসায়ীদের কাছে তুলে দরছেন। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের শামীমের নেতৃত্বে তার পুরো প্যানেলের ২১ প্রার্থী পুরোদমে মাঠ নেমে প্রচারনা চালিয়ে যাচ্ছেন বিপরীতে বর্তমান সভাপতি সেলিম সারোয়ারের নেতৃত্বে তার পুরো প্যানেল নিজের অবস্থান ধরে রাখার জন্য মরিয়া হয়ে মাঠে রয়েছেন।
দুই প্যানেলের প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। সেই দিকে আগাচ্ছে নির্বাচনের পরিবেশ। ইতোমধ্যে নির্বাচনের আমেজ নিটিং ওনার্সেও ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছে।
এদিকে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে কিছু বিতর্ক ও আপত্তির পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে একটি সমঝোতা হয়েছে। এই সমঝোতায় দুই প্যানেলের লিডার মোঃ আবু তাহের শামীম ও মো. সেলিম সারোয়ার সম্মতির ভিত্তিতে ৭১ জন অভিযুক্ত ভোটারের মধ্যে ২৫ জন ভোটারের সদস্যপদ স্থগিত করতে দুই পক্ষের প্যানেলের নেতৃবৃন্দ সম্মত হন। যার চুক্তিমতে এবং সম্মতিতে নিম্নে দেয়া ২৫ সদস্য নাম্বার উল্লেখ্য করে তাদের ভোট স্থগিত করা হয়।
যাহার নম্বর সমূহ- ৪৮,৫১,১৬৯,৭৯, ১৮৭,১৯৮,২০৪,২০৮, ২৩৫, ২৫৭, ২৭০, ২৯৪, ৩৪১, ৩৪৯, ৩৭২, ৩৭৬, ৩৭৯, ৪১২, ৪২৯, ৪৬০, ৪৬৭, ১১৩, ০৭, ৪৫৭, ৩৪৪। এই সমঝোতার ভিত্তিতে আগামী ১৬ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উভয় পক্ষ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত পোষণ করেন। নির্বাচনের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয়পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে উল্লেখ্য করা হয় এখানে।
চুক্তিতে এর আগে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেও) নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশন আনিসুল ইসলাম সানি ৭ আগষ্ট পদত্যাগ করায় নির্বাচনের ভোট গ্রহন পিছিয়ে ৯ আগষ্টের পরিবর্তে ১৬ আগষ্ট করা হয়।
উল্লেখ্য গত ১৪ মে এক সভার মাধ্যমে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ২৪ জুন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৫ জুলাই বিকেল ৩ টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ১৯ জুলাই ব্যলট নম্বার প্রকাশ করার পরে ব্যবসায়ীরা ভোটারদের মাঝে প্রচারনায় ব্যস্ত সময় পাড় করেন। নতুন তারিখ অনুযায়ী ১৬ আগষ্ট সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে এবার ৪৮৩ জন ভোটার রয়েছে।