Logo
Logo
×

সংগঠন সংবাদ

নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন ১৬ আগস্ট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন ১৬ আগস্ট

নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন ১৬ আগস্ট

Swapno



# প্রধান নির্বাচন কমিশন আনিসুল ইসলাম সানির পদত্যাগ


বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেও) নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশন আনিসুল ইসলাম সানি পদত্যাগ করেছে। বৃহস্পতিবার ৭ আগস্ট রাতে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেও) এর ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে নির্বাচন বোর্ডের সচিব বরাবর জমা দেওয়া এক চিঠিতে তিনি এই পদত্যাগপত্র দাখিল করেন বলে জানান।



পদত্যাগপত্রে নিটিং ওনার্সের নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি উল্লেখ করেন, গত ৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৩ তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর তিনি ৯ আগস্ট ২০২৫, শনিবার নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেন এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সর্বাত্মক প্রচেষ্টা চালান। তবে নির্বাচন ঘিরে এসোসিয়েশনের কিছু সদস্যের পারস্পরিক বিরোধিতার কারণে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়, নারায়ণগঞ্জ সহকারী জজ আদালত ও হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। ফলে দায়িত্বশীল অবস্থানে থেকেও তিনি বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।


তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই দায়িত্বে থেকে নির্বাচনের সঙ্গে যুক্ত থাকলে তার ব্যক্তিগত সুনাম ও পেশাদার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন পরিস্থিতিতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করাই সমীচীন মনে করছেন বলে জানান তিনি। পদত্যাগপত্রে তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে এ বিষয়ে বোর্ডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।


এদিকে এর আগে বাংলাদেশ নির্টি ওনার্স এসোসিয়েশন (বিকেও) ২০২৫-২০২৭ নির্বাচনটি বানিজ্যমন্ত্রণালয়ের এক নির্দেশক্রমে স্থগিত করা হয়। গত ২৫ জুন ব্যবসায়ী বাদশা বুল বুল আবেদনের প্রেক্ষিতে বানিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত স্মারক নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০৪৩.১০-৭৩  চিঠিতে এই নির্দেশ দেয়া  হয়।  এর আগে আবেদনের প্রেক্ষিতে ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শুনানীতে এই সিদ্ধান্ত গৃহিত হয়। এই আদেশের অনুলিপি বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন চেয়ারম্যান ও আপিল বোর্ডে দেয়া হয়।


পরবর্তিতে এই আদেশের বিরুদ্ধে আপিল করে হাইকোর্ট থেকে নির্বাচন বহাল রাখার আদেশ আনা হয়। দুই পক্ষের উত্তেজনার মাঝে সকল জল্পনা-কল্পনা শেষে ৭ আগস্ট দিবাগত রাতে নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এর আগে গত ১৪ মে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষনা হলে এই ব্যবসায়ী সংগঠনে সম্মিলিত নিট ঐক্য পরিষদ ও নিট ঐক্য ফোরাম প্যানেল থেকে ৪২ জন প্রার্থী নির্বাচনের জন্য অংশ নিলেও শেষতক  ৯ আগস্ট ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হলে তা হচ্ছে না।


জানা যায়, নির্বাচন কমিশন থেকে আনিসুল ইসলাম সানি পদত্যাগ করার পর নতুন নির্বাচন কমিশন হিসেবে স্বপন চৌধুরী প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে আসেন। পরবর্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় মহামান্য হাইকোর্টের নির্দেশে সুষ্ঠ স্বচ্ছ স্বাভাবিক পরিবেশ ঠিক রেখে আগামী ১৬ আগষ্ট বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।  


উল্লেখ্য, গত ১৪ মে এক সভার মাধ্যমে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৫ জুলাই বিকেল ৩ টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ১৯ জুলাই ব্যালট নাম্বার প্রকাশ করার পরে ব্যবসায়ীরা ভোটারদের মাঝে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। নতুন তারিখ অনুযায়ী ১৬ আগস্ট সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে এবার ৪৮৩ জন ভোটার রয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন