Logo
Logo
×

সংগঠন সংবাদ

হোসিয়ারী নির্বাচনে মনোনয়ন বাছাই; বৈধ ৩১, অবৈধ ২

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

হোসিয়ারী নির্বাচনে মনোনয়ন বাছাই; বৈধ ৩১, অবৈধ ২

বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়শনের নির্বাচনে মনোনয়নপত্র জমা

Swapno

বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়শনের ২০২৫-২০২৭ সালের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বিএনপি নেতাদের ভোট লড়াইয়ে প্রস্তুত হচ্ছেন হোসিয়ারি ব্যবসায়ীরা। এরই মধ্যে গত ১ জানুয়ারী ভোটযুদ্ধে প্রস্তুতিতে মনোয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনারের কাছে।  এদিকে হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদুর প্যানেল থেকে সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের ১৮ জন ও স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যা মোট ৩৩ জন প্রার্থী।



জানা গেছে, যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন। স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের জেনারেল গ্রুপের আল-আমিন প্রধান ও এসোসিয়েট গ্রুপের ইবনে মোঃ আল কাওছার। অপর দিকে বদিউজ্জামান প্যানেলের ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।




এদিকে বিগত ১৬ বছর আওয়ামী লীগের দোসর সেলিম ওসমান তার সহযোগী নাজমুল হাসান সজল ও কবির হোসেনের মাধ্যমে জিম্মি ছিলো হোসিয়ারী সমিতি ও এই সমিতির নির্বাচন ব্যবস্থা। যাকে ঘিরে নির্বাচন কি তা ভূলেই গিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পরে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে তার সাথে সাথে পালিয়ে যায় তার দোসররা। যাকে ঘিরে রাহুমুক্ত হয় দীর্ঘদিন সিন্ডিকেটে জিম্মি থাকা ব্যবসায়ীদের অন্যতম সংগঠন হোসিয়ারী সমিতি। বর্তমানে প্রবীন ও নবীন ব্যবসায়ী নেতাদের সম্বনয়ে নির্বাচনী হাওয়া পরে হোসিয়ারী সমিতিতে। যাকে ঘিরে দাপে দাপে নির্বাচনী পক্রিয়ার শেষ পর্যায়ে চলে এসেছে সমিতি নির্বাচন।



ইতিমধ্যে মনোনয়ন জমা ও বাছাই পক্রিয়া শেষ হয়েছে পরবর্তীতে ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে।  পরবর্তীতে ৩ ফেব্রুয়ারী নির্বাচন। এদিকে উৎসবুখর নির্বাচনের আশঙ্কা পাওয়া যাচ্ছে অল্প কিন্তু আগামী ১৮ জানুয়ারীর পরপরই উৎসবুখর নির্বাচনের আভাস ছড়িয়ে পরবে। এদিকে ইতিমধ্যে মনোনয়ন জমা ও বাছাইয়ে টিকে রয়েছেন, হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদু প্যানেলের পুরো ১৮ জন। আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোঃ দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মোঃ পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।



অন্যদিকে স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন যেখান থেকে আজকে ছিটকে পরলেন জেনারেল গ্রুপের আল-আমিন প্রধান ও এসোসিয়েট গ্রুপের ইবনে মোঃ আল কাওছার। যারা মনোনয়ন বাছাইয়ে বৈধ রয়েছেন- তারা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, আনোয়ার হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন