বাংলাদেশের বাজারে নতুন আসছে স্মার্টফোন oppo A6 pro

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

বাংলাদেশের বাজারে নতুন আসছে স্মার্টফোন oppo A6 pro
oppo বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন একটি স্মার্টফোন oppo A6 pro। প্রতিবারের মতো এবারও এই ফোনে থাকছে নতুন কিছু ফিচার যার মধ্যে 7000 mAh এর ব্যাটারি সাথে সুপার বুক চার্জ যা ইতিমধ্যে সাড়া ফেলেছে। এর ফলে এক ঘন্টা চার্জ দিয়ে একটি ফোন স্বাভাবিকভাবে দুইদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
এছাড়াও থাকছে আন্ডারওয়াটার লাইভ ভিডিওগ্রাফি, ট্রিনিটি ইঞ্জিন এবং অরারা ইঞ্জিন যার মাধ্যমে ফোনের পারফরম্যান্স থাকবে স্মুথ এবং স্পিডি। এসবের পাশাপাশি ফোন দ্রুত ঠান্ডা হওয়ার জন্য oppo A6 pro ব্যবহার করা হয়েছে ভিসি কুলিং সিস্টেম যা ফোনের গরম হওয়া তুলনামূলক কমিয়ে আনবে।
ইতিমধ্যে oppo কক্সবাজারে গ্র্যান্ড রিটেল মিট করেছে। ফোনটির অতিরিক্ত চাহিদা এবং ফিচারস গুলো রিটেইল এর কাছে পৌঁছানোর জন্য আঞ্চলিকভাবে নারায়ণগঞ্জ ডিভিশনে আজ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ ডিভিশনাল রিটেল মিট। যেখানে উপস্থিত ছিল নারায়ণগঞ্জ দোকান মালিক এবং ব্যবসায়িক প্রতিনিধিগণ।।