Logo
Logo
×

আদালতপাড়া

মানবতাবিরোধী অপরাধ অয়নসহ আটজনের বিরুদ্ধে তদন্ত

প্রতিবেদন দিতে তিন মাস সময় বাড়লো

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রতিবেদন দিতে তিন মাস সময় বাড়লো

মানবতাবিরোধী অপরাধ অয়নসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় বাড়লো

Swapno

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


গতকাল রোববার (১২ অক্টোবর) প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী বছরের ১১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতা-কর্মী ছিলেন।”


তিনি আরও বলেন, “এই মামলায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা সবাই জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।” তবে তদন্তের স্বার্থে আট আসামির নাম প্রকাশ করা হয়নি।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন