খানপুর মেইন রোডে চলছে প্রকাশ্যে ছিনতাই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
খানপুর মেইন রোডে চলছে প্রকাশ্যে ছিনতাই
নারায়ণগঞ্জ শহরের খানপুর মেইন রোড লাল মসজিদ এলাকায় প্রায় সময় চুরি-ছিনতাইয়ের মতো তুচ্ছ ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে এই রোডে প্রকাশ্যে ছিনতাইয়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এর আগে ও এই রোডে একাধিকবার প্রকাশ্যে চুরি-ছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী। তা ছাড়া অবাক করার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আগে ও কয়েক বার রাতে ও ভোর সকালে ছিনতাইয়ের মতো এমন তুচ্ছ ঘটনা এই এলাকায় ঘটলে ও এবার তা ভিন্ন রূপে নিয়েছে ছিনতাইকারীরা এবার প্রকাশ্যে ভোর ৬:৪৫ মিনিটে ছিনতাই ঘটনা ঘটনায় এক বাহিনী।
তারা কে বা কারা তাদের এখনো চিনা না গেলে ও মুখে রুপাল বেঁধে ভোরে অটো-মিশুক আটক করে আদায় করা হচ্ছিল সাথে যা আছে সবই। সবশ্য হারিয়ে দিশেহারা একাধিক ভুক্তভোগী জনগণ এর পরে ও এই এলাকায় সদর থানার আইনশৃঙ্খলা বাহিনী অবগত হলে ও পাঠায়নি কোন টহল টিম। যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ক্ষিপ্ত ভোটাররা।
জানা যায়, খানপুরের জোড়া ট্যাংকি এলাকায় গড়ে উঠেছে একাধিক মাদকের স্পট। যেখানে প্রকাশ্যে বিভিন্ন গ্রুপ রাজনৈতিক দলসহ প্রশাসনকে মাসোয়ারা দিয়ে চালাচ্ছে মাদক ব্যবসা। তা ছাড়া এখানেই গড়ে উঠা ফুড কোডের ছায়াতলে একাধিক অপকর্মকারী নিচ্ছেন নিরাপদে আশ্রয়। এমনই মাদক স্পটের কয়েক গ্রুপ ভাগ হয়ে এখানে এমন অপরাধ পরিচালনা করে আসছে।যা পুলিশের নাকের ডগার নিচ দিয়ে গেলে ও তার কোন পাত্তা দিচ্ছে না।
খানপুর মেইন রোড এলাকার স্থানীয়রা জানান, বর্তমানে এই রোড দিয়ে চলাফেরা করা একেবারেই নাজেহাল হয়ে উঠছে। দিনে-দুপুরে-সকালে প্রকাশ্যে ছিনতাইয়ের মতো তুচ্ছ ঘটনা এই এলাকায় এখন নিত্যদিনের ঘটনা হয়ে উঠছে। এই রোড দিয়ে যারা নিয়মিত চলাফেরা করে অনেকেই এলাকার স্থানীয় আর বেশির ভাগই এই রোড দিয়ে খানপুর বৌ-বাজার হয়ে নাগিনা জোহা রোডে উঠে বিভিন্ন স্থানে চলে যায়। যাকে ঘিরে ছিন্ন বিচ্ছিন্ন নানা ঘটনা প্রায় ঘটলে ও হয়নি কোন সুরাহ। বর্তমানে এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করায় বর্তমানে এমন ঘটনা প্রকাশ্যে উঠে আসছে। যাকে ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনীর কতটা নিরাপত্তা পাওয় যায় সেটাই দেখার বিষয়। ইতিমধ্যে এলাকার উদ্যোগেই থানায় অবগত করা হয়েছে।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন যুগের চিন্তাকে বলেন, খানপুরে ছিনতাইয়ের ঘটনা নিয়ে এখনো আমি অবগত নই। কোন ক্ষতিগ্রস্থ ব্যাক্তি আমাদের নিকট আবেদন করলে আমরা তদন্ত করে দেখবো। তা ছাড়া নিয়মিত একবার হলে ও টহল টিম সেখান দিয়ে যাবে সেটা আমি বলে দিব।


