জেলা প্রশাসকের কাছে দ্রুত বহুতল ভবন নির্মাণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা
ভূমিকম্পে বেড়েছে ভঙ্গুর নারায়ণগঞ্জ আইন কলেজের ভবনে ঝুঁকি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ আইন কলেজের নতুন ভবন তৈরির আবেদন জানিয়ে নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন আইন কলেজের অধ্যক্ষ এড. মো.সাখাওয়াত হোসেন ভূঁইয়া, প্রভাষক এড. মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, এড. আবু রায়হান, এড. মো. রাসেল প্রধানসহ কলেজে শিক্ষার্থীরা।
দেশের প্রাচীনতম নারায়ণগঞ্জ আইন কলেজটি ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছে দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে ভঙ্গুর ভবনটি ভেঙে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন ভবন তৈরির দাবি জানিয়ে আসলেও সামান্য উদ্যোগের অভাবে ঝুঁকি নিয়েই ক্লাস করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে চলতি মাসে অল্প সময়ের ব্যবধানে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে, রূপগঞ্জে একজনের মৃত্যু হয়েছে, প্রায় ১০ জনের বেশি আহত হয়েছেন। এই অবস্থায় নারায়ণগঞ্জ আইন কলেজের ভঙ্গুর ভবনটি নিয়ে ঝুঁকিতে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা। ভঙ্গুর ভবনটি দ্রুত ভেঙে ফেলে সাময়িক ক্লাসের ব্যবস্থা করে নতুন বহুতল ভবন তৈরির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। কলেজের নিজস্ব জায়গা, নকশা তৈরি থাকা সত্ত্বেও কেন নতুন ভবন তৈরিতে বিলম্ব করা হচ্ছে এনিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীরা। গতকাল (২৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ আইন কলেজের নতুন ভবন তৈরির আবেদন জানিয়ে নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এড. মো.সাখাওয়াত হোসেন ভূঁইয়া, প্রভাষক এড. মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, এড. আবু রায়হান, এড. মো. রাসেল প্রধানসহ কলেজে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে কলেজের জমি হস্তান্তর, তৈরি নকশাতে কলেজের নতুন ভবন নির্মাণের দ্রুত নির্মাণের দাবি জানান। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে আপাতত শিক্ষার্থীদের ক্লাস নেয়ার অস্থায়ী ক্লাসরুম তৈরির দাবি করেন। তারা বলেন, গভর্নিং বডির সম্মানিত সদস্যরা বড় কোন ধরণের দুর্ঘটনা ঘটনার আগে পুরনো ভবনটি ভেঙে ক্লাসরুমের জন্য নতুন অস্থায়ী ভবন তৈরি করার ব্যবস্থা যাতে করে দেন। বহুতল ভবন তৈরির আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও বহুতল ভবন তৈরিতে কালক্ষেপণ না করার আহবান জানান শিক্ষার্থীরা। এসময় নবাগত জেলা প্রশাসক শিক্ষার্থীদের কলেজের উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


