Logo
Logo
×

নগর জুড়ে

সরকারি গাড়িচালক সমিতি নারায়ণগঞ্জ জেলার ১ম বর্ষপূর্তি উদযাপন

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

সরকারি গাড়িচালক সমিতি নারায়ণগঞ্জ জেলার ১ম বর্ষপূর্তি উদযাপন

সরকারি গাড়িচালক সমিতি নারায়ণগঞ্জ জেলার ১ম বর্ষপূর্তি উদযাপন

Swapno

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ( ১৮ অক্টোবর) দুপুরে কোর্ট সংলগ্ন হিমালয় চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সভাপতি মোঃ মুকবিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জলিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এন ডিসি তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব লোকমান আহাম্মদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি  ও জেলা নাজির মোঃ কামরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো.ইসহাক কবির, সদস্য সচিব মো.হুমায়ুন কবির।   

এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডিসি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি এই সমিতির ঐক্য ও প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন জানাই। আপনাদের সেবা আমরা প্রতিদিন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে থাকি। আপনাদের সবসময় ব্যস্ত থাকতে হয়, তারপরও আপনারা চাইলে সপ্তাহে একটা দিন বের করে সবাই একসাথে হয়ে একটু আনন্দ করতে পারেন। আমরা অতি শীঘ্রই আপনাদের জন্য একটা রুমের ব্যবস্থা করবো। আপনাদের ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। সর্বোপরী এই সংগঠনের সাফল্য কামনা করছি।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব লোকমান আহাম্মদ বলেন, আমি একজন সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে ছিলাম, যার কারনে সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্তার সুবাধে সংগঠনের যেকোন অনুষ্ঠানে বিষয়ে খোঁজ খবর রাখতাম ও আমার নিজের আগ্রহ সব সময় কাজ করতো। আজকে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে আমি কমিটির সকল নেতৃবন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক কর্মকর্তা রয়েছেন প্রায় ৫০ জন, সেই হিসেবে এখানে ৫০টা সরকারি প্রতিষ্ঠান রয়েছেন। যদি এই ভাবে বিশ্লেষণ করেন এখানে সরকারি ৫০টা প্রতিষ্ঠানের প্রতিনিধি এখানে আসেন। এখানে কাউকে ছোট করে দেখার নাই, সকলেই সরকারি কর্মচারী। এখানে যারা রয়েছেন প্রত্যেকেই সরকারি কর্মকর্তা হিসেবে মর্যাদাশীল। আমি আপনাদের আহবান জানাই, সারা বাংলাদেশে যত সরকারি কর্মচারী সংগঠন আছে আপনারা সবাই ঐক্য হন এবং আপনাদের সবাইকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জের সারা আছেন সবাই একত্রে হন, আপনাদের জায়গা সহ সব কিছুই হবে সবাই ঐক্য ভাবে এগিয়ে যান, আপনারা সবাই উজ্জবিত হন, এটা আপনাদের মৌলিক অধিকার। আপনারা সবাই একসাথে থাকবেন, এক সাথে থাকলে আপনাদের অধিকার আদায় হবে, আমি আপনাদের জন্য শুভ কামনা করছি।

সভাপতির বক্তব্যে মোঃ মুকবিল হোসেন বলেন, এই সমিতি সরকারি গাড়িচালক সমিতির অধিকার আদায় ও কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। আগামী দিনেও আমরা সরকারের উন্নয়ন কর্মকান্ডে অংশীদার হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখব। আমাদের সার্বিক ভুল ক্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানাচ্ছি।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ শফিউল আলম, সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন সহ নারায়ণগঞ্জ সরকারি গাড়ি চালক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। 


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন