Logo
Logo
×

নগর জুড়ে

আনন্দধাম নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে বিদেশেও অনেক সুনাম রয়েছে : লোকমান আহমেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

আনন্দধাম নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে  বিদেশেও অনেক সুনাম রয়েছে : লোকমান আহমেদ

আনন্দধাম নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে বিদেশেও অনেক সুনাম রয়েছে : লোকমান আহমেদ

Swapno



আনন্দধামের উদ্যোগে “প্রতিবন্ধী অটিস্টিক শিশু-কিশোরদের মানবাধিকার নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি সাধারণ নাগরিক সমাজের সহমর্মিতা ও সহযোগিতা অত্যাবশ্যক” শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চাষাড়া গ্রীন আপেল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড.এ বিএম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইন, আনন্দধামের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক আলহাজ্ব লোকমান আহমেদ। সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো.মারুফ, ব্যবস্থাপনায় ছিলেন আনন্দধামের মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন।


এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনন্দধামের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক আলহাজ্ব লোকমান আহমেদ বলেন, আমাদের নারায়ণগঞ্জ থেকে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়েছে এবং দেশ ও বিদেশে অনেক সুনাম এবং অনেক আলোচনার জন্ম দিয়েছে। অনেক কাজ ও অনেক প্রোগ্রাম হয়েছে এই সংগঠনের মাধ্যমে। আমি যেদিন থেকে এই সংগঠনে সম্পৃক্ত হয়েছি তার পর থেকে প্রতিটি প্রোগ্রাম ও মানবিক কর্মকান্ডে আমি নিয়োজিত রয়েছি।


তিনি আরও বলেন, আরও শিশুদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই মানবিক কাজগুলোর অধ্যায়ন এবং বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন ক্ষেত্রে সবাই আমরা সম্পৃক্ত থেকে নিজেদের দায়বদ্ধতা বা নিজেদের দায় থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি। আমরা যাতে সকলে এই সকল ভালো কাজ সব সময় থাকতে পারি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন